Views Bangladesh

Views Bangladesh Logo

সব কারখানায় বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে: বিজিএমইএ

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ১০ এপ্রিল ২০২৪

দের আগে শতভাগ পোশাক কারখানায় মার্চের বেতন ও উৎসব ভাতা পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

আজ বুধবার (১০ এপ্রিল) রাজধানীর উত্তরায় সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি এস এম মান্নান কচি এ তথ্য জানান।

তিনি বলেন, প্রাথমিকভাবে ৬০০ কারখানা চিহ্নিত করা হয়েছিল, যারা বেতন ও বোনাস পরিশোধের ক্ষেত্রে আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে। ৫০ জনের সমন্বয়ে ২২টি কমিটি দেশব্যাপী মনিটরিং করায় শ্রমিকদের বেতন-ভাতা প্রদানের ক্ষেত্রে অতি ঝুঁকিপূর্ণ কারখানার সংখ্যা ২৫টিতে নেমে এসেছে। বিজিএমই-এর হস্তক্ষেপে সেই ২৫টি কারখানাতেও শ্রমিকদের পাওনা অর্থ পরিশোধ করা হয়েছে।

এর মধ্যদিয়ে বিজিএমইএ সদস্যভুক্ত সব কারখানার শ্রমিকদের মার্চ মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ