Views Bangladesh Logo

স্যামসাং এর কো-সিইও হান জং-হি মারা গেছেন

 VB  Desk

ভিবি ডেস্ক

স্যামসাং ইলেকট্রনিকসের কো-সিইও হান জং-হি মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

হান ১৯৮৮ সাল থেকে স্যামসাংয়ের সঙ্গে যুক্ত ছিলেন এবং টেলিভিশন বিভাগের মধ্যে তার ক্যারিয়ার গড়েছিলেন। কোম্পানির মতে, তিনি স্যামসাং টিভিকে "বিশ্ববাজারে শীর্ষে" নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

তিনি ২০২২ সালে সিইও হন এবং পাশাপাশি কনজিউমার ইলেকট্রনিক্স ও মোবাইল ডিভাইস বিভাগের দায়িত্বে ছিলেন।

স্যামসাং এখনো ‘স্যামসাং পরিবারের’ অধীনে পরিচালিত হচ্ছে, যেখানে লি জে-ওয়ং তৃতীয় প্রজন্মের নেতা এবং স্যামসাং ইলেকট্রনিকসের বর্তমান প্রধান।

স্যামসাং কোম্পানি একটি স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানিয়েছে, এখন জুন ইয়ং-হিউন একমাত্র সিইও হিসেবে দায়িত্ব নেবেন। স্যামসাংয়ে সাধারণত কো-সিইও পদ্ধতি ছিল। তাকে মাত্র গত সপ্তাহে কো-সিইও হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ