সঞ্জীব চৌধুরীর চলে যাওয়ার ১৭ বছর
প্রখ্যাত সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর প্রয়াণ দিবস আজ (১৯ নভেম্বর)। ২০০৭ সালের আজকের এই দিনে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পাড়ি জমান না-ফেরার দেশে।
দলছুটের সহ-প্রতিষ্ঠাতা এবং অন্যতম প্রভাবশালী সদস্য হিসেবে সঞ্জীব, ব্যান্ডের সুর এবং সংগীতকে নতুন আঙ্গিকে তুলে ধরেছিলেন। তিনি বাংলা রক ও আধুনিক লোকসংগীতের সীমা প্রসারিত করতে এক বিপ্লবী কাজ করেছেন। তাঁর এবং বিপ্লবের যুগান্তকারী সঙ্গীত-সৃষ্টি যেমন: "আহ" (১৯৯৭), "হৃদয়পুর" (২০০০), "আকাশচুরি" (২০০২) এবং "জোছনা বিহার" (২০০৭) আজও জনপ্রিয়। প্রতিটি অ্যালবাম বাংলা রক ও আধুনিক লোকসংগীতের এক নতুন যুগের সূচনা করেছিল।
সঞ্জীব চৌধুরী ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। বাবার নাম গোপাল চৌধুরী ও মা প্রভাষিনী চৌধুরীর ৯ সন্তানের মধ্যে সঞ্জীব ছিলেন সপ্তম।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে