Views Bangladesh

Views Bangladesh Logo

সঞ্জীব চৌধুরীর চলে যাওয়ার ১৭ বছর

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

প্রখ্যাত সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর প্রয়াণ দিবস আজ  (১৯ নভেম্বর)। ২০০৭ সালের আজকের এই দিনে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পাড়ি জমান না-ফেরার দেশে।

দলছুটের সহ-প্রতিষ্ঠাতা এবং অন্যতম প্রভাবশালী সদস্য হিসেবে সঞ্জীব, ব্যান্ডের সুর এবং সংগীতকে নতুন আঙ্গিকে তুলে ধরেছিলেন। তিনি বাংলা রক ও আধুনিক লোকসংগীতের সীমা প্রসারিত করতে এক বিপ্লবী কাজ করেছেন। তাঁর এবং বিপ্লবের যুগান্তকারী সঙ্গীত-সৃষ্টি যেমন: "আহ" (১৯৯৭), "হৃদয়পুর" (২০০০), "আকাশচুরি" (২০০২) এবং "জোছনা বিহার" (২০০৭) আজও জনপ্রিয়। প্রতিটি অ্যালবাম বাংলা রক ও আধুনিক লোকসংগীতের এক নতুন যুগের সূচনা করেছিল।

সঞ্জীব চৌধুরী ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। বাবার নাম গোপাল চৌধুরী ও মা প্রভাষিনী চৌধুরীর ৯ সন্তানের মধ্যে সঞ্জীব ছিলেন সপ্তম।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ