Views Bangladesh Logo

ফেসবুকের আলোচিত দুটি পেজের বিরুদ্ধে সারজিসের মামলা

 VB  Desk

ভিবি ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের আলোচিত দুটি পেজের বিরুদ্ধে মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজধানীর শাহবাগ থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ এনে মামলা করেন তিনি।

পেজ দুটি হলো- ‘ডিপার্টমেন্ট অব বাকশাল ইউনিভার্সিটি অব ঢাকা’ ও ‘ক্রিমিনালস ডিইউ’। এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত বলে জানা যায়। এগুলো থেকে এর আগেও বিভিন্ন সময় গুজব ও অপপ্রচার চালানো হয়েছে বলে শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে।

মামলার এজাহারে সারজিস উল্লেখ করেন, বুধবার বেলা ১১টা ২০ মিনিটে ফেসবুক লগইন করে দেখতে পান দুটি পেজে তার নামে বানোয়াট তথ্য দেয়া হয়েছে। তার একটি অব্যবহৃত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে কেন্দ্র করে এডিটেড কিছু চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে একটি পোস্ট আপলোড করা হয়েছে। ওই পোস্টে তার বিরুদ্ধে অসত্য ও মানহানিকর অভিযোগ আনা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ