Views Bangladesh Logo

বাজারে এলো সাতক্ষীরার রসালো ও সুস্বাদু আম

 VB  Desk

ভিবি ডেস্ক

বাজারে আসতে শুরু করেছে সাতক্ষীরার রসালো ও সুস্বাদু আম।  চলতি মৌসুমে প্রথমেই আসা গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই এবং গোলাপ খাসসহ স্থানীয় জাতের আমের চাহিদা ও দাম বেশি থাকায় খুশি আমচাষি, বাগানি ও ব্যবসায়ীরা।


সোমবার (৫ মে) সকালে সদর উপজেলার ফিঙ্গরির বিল্লাল হোসেনের বাগান থেকে আম তুলে আম সংগ্রহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ। এ সময় ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা প্লাবণী সরকার।

এরপর স্থানীয় বিভিন্ন জাতের আম তুলে বাজারে পাঠাতে শুরু করেন জেলা শহরসহ বিভিন্ন উপজেলার আমচাষিরা ও পাইকারি ব্যবসায়ীরা। তারা জানান, এবার আমের চাহিদা ও দাম উভয়ই ভালো।

২৯ এপ্রিলের সভায় বিভিন্ন জাতের আম সংগ্রহ, পরিবহন, বিপণন ও বাজারজাতের দিন ধার্য করে দিয়েছে জেলা প্রশাসন।

সিদ্ধান্ত অনুসারে, প্রথম ধাপে ৫ মে গোবিন্দভোগ ও গোপালভোগের মতো স্থানীয় জাতগুলোর আম তোলা শুরু হলো। এরপর ২০ মে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ২০১৬ সাল থেকে সাতক্ষীরার আম এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। এর মধ্যে সুস্বাদু হিমসাগর ও আম্রপালির চাহিদা বেশি।


সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন জানান, সাতক্ষীরার আম দেশের অন্য জায়গার তুলনায় সবচেয়ে আগে পাকে। এ জেলার আমের স্বাদ অতুলনীয়, চাহিদাও বেশি। এ বছর প্রায় ৪০০ কোটি টাকার আম বিক্রি ও রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। তবে কোনোভাবেই যেন কেমিক্যাল বা ক্ষতিকর পদার্থ ব্যবহারে আম পাকানো না হয়, সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ