Views Bangladesh

Views Bangladesh Logo

সৌদিতে এক সপ্তাহে ২২৯৯৩ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

সৌদি আরবে এক সপ্তাহে ২২ হাজার ৯৯৩ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ৩ অক্টোবর থেকে ৯ অক্টোবর নিরাপত্তা বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর যৌথ অভিযানে গ্রেপ্তার হন তারা। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন ১৪ হাজার ২৬৯ জন নাগরিক আইন লঙ্ঘনকারী, পাঁচ হাজার ২৩০ জন সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনকারী এবং তিন হাজার ৪৯৪ জন শ্রম আইন লঙ্ঘনকারী বিদেশি নাগরিক।

দেশটির সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে গ্রেপ্তার হন এক হাজার ৩৭৮ জন, যাদের ৪১ শতাংশ ইয়েমেনি, ৫৮ শতাংশ ইথিওপিয়ান এবং এক শতাংশ অন্য দেশের নাগরিক। এছাড়া ৮০ জনকে গ্রেপ্তার করা হয় অন্যকে অবৈধভাবে সৌদিতে অনুপ্রবেশে সহায়তার দায়ে।

আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় এবং নিয়োগে জড়িত ১৯ জনকেও গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি কতৃপক্ষ জানায়, বর্তমানে ১৩ হাজার ৫২০ জন পুরুষ এবং এক হাজার ৬১৬ জন নারীসহ মোট ১৫ হাজার ১৩৬ জন প্রবাসীর বিরুদ্ধে বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে বিচার চলছে। তাদের মধ্যে মোট সাত হাজর ২১১ জন আইন লঙ্ঘনকারী প্রবাসীর ভ্রমণ নথি জমা দিতে স্ব স্ব দেশের কূটনৈতিক মিশনে অনুরোধ করা হয়, যার দুই হাজার ৩৮১ জনকে তাদের কাগজপত্র সম্পূর্ণ করার কথা বলা হয়। এরপর ১১ হাজার ৯০৭ জন আইন অমান্যকারীকে নিজ নিজ দেশে ফেরত পাঠায় সৌদি আরব।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সৌদিদের সতর্ক করেছে, কেউ অবৈধ অভিবাসীদের প্রবেশের সুবিধা, তাদের পরিবহন করে সীমান্ত পারাপার বা আশ্রয় এবং অন্য কোনো সহায়তা বা পরিষেবা দিলে তার ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং এক মিলিয়ন সৌদি রিয়াল জরিমানা হতে পারে। পরিবহনে ব্যবহৃত যানবাহন বা আশ্রয় দেওয়া বাড়িগুলোও বাজেয়াপ্ত করা হবে।

মক্কা, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ নম্বরে এবং অন্য অঞ্চলগুলোতে ৯৯৯ ও ৯৯৬ নম্বরে কল করে আইন লঙ্ঘনের যেকোনো ঘটনা জানাতেও জনগণকে অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ