Views Bangladesh Logo

হজ মৌসুমে বাংলাদেশসহ ১৪ দেশের ওপর সৌদির ভিসা নিষেধাজ্ঞা

 VB  Desk

ভিবি ডেস্ক

লমান হজ মৌসুমে বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের ওপর সাময়িকভাবে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব।

বাংলাদেশ ছাড়াও ভিসা নিষেধাজ্ঞার আওতাধীন দেশগুলো হলো- ভারত,পাকিস্তান, মিশর, ইরাক, মরক্কো, তিউনিসিয়া, ইয়েমেন, আলজেরিয়া, নাইজেরিয়া, জর্ডান, সুদান, ইন্দোনেশিয়া এবং ইথিওপিয়া ।

এই নিষেধাজ্ঞা মূলত ওমরাহ, ব্যবসা এবং পারিবারিক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে, খবর জিয়ো নিউজের। ফলে ওমরাহ ভিসায় সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকবে ১৩ এপ্রিল পর্যন্ত।

তবে এই বিধিনিষেধ আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে প্রত্যাহার করা হতে পারে।

সূত্র জানিয়েছে, এই অস্থায়ী নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাঁচ বছরের জন্য সৌদি আরবে প্রবেশ এবং অবস্থানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

কর্মকর্তারা আরও স্পষ্ট করেছেন যে মাল্টি-এন্ট্রি ব্যবসায়িক ভিসাধারী ব্যক্তিদের এই বিধিনিষেধ থেকে অব্যাহতি দেয়া হবে না।

এই ১৪ দেশের ভ্রমণকারীদের ১৩ এপ্রিলের পরে সৌদি আরবে ভ্রমণের পরিকল্পনা করা থেকে বিরত থাকার জন্য দৃঢ়ভাবে পরামর্শ দেয়া হয়েছে, এমনকি যদি তাদের ভিসা বৈধও থাকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ