Views Bangladesh Logo

সৌদি আরবে বাংলাদেশিকে হত্যার দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশিকে হত্যার দায়ে পাঁচ পাকিস্তানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। এসব পাকিস্তানি একটি বেসরকারি প্রতিষ্ঠানে হামলা করেন। ওই প্রতিষ্ঠানে গার্ড হিসেবে কর্মরত ছিলেন ওই বাংলাদেশি ব্যক্তি।

বুধবার (৬ মার্চ) এক প্রতিবেদনে গালফ নিউজ জানায়, দণ্ডিত পাকিস্তানিরা ওই বেসরকারি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে বাংলাদেশিসহ দুই গার্ডকে বেঁধে ফেলেন। এরপর তাদের ওপর নির্যাতন চালায়। এতে ওই বাংলাদেশির মৃত্যু হয়। এ ঘটনার তদন্তে শেষে মামলাটি বিজ্ঞ আদালতে পাঠানো হয়। আদালত হত্যাকাণ্ডের সত্যতা খুঁজে পায় এবং তাদের মৃত্যুদণ্ড দেয়। যা পরবর্তীতে আপিল আদালত ও সুপ্রিম কোর্টে বহাল থাকে। এরপর মৃত্যুদণ্ড কার্যকরে রাজকীয় ডিক্রি জারি করা হয়।

সব আনুষ্ঠানিকতা শেষে গত মঙ্গলবার পবিত্র মক্কা নগরীতে শিরশ্ছেদের মাধ্যমে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

একইভাবে দুই মাস আগেও এক সুদান নাগরিককে হত্যার দায়ে চার ইথিওপিয়ার নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল সৌদি কর্তৃপক্ষ। তবে কি কারণে অভিযুক্তরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন সেটা প্রকাশ করা হয়নি। এর আগে ২০২৩ সালে ডিসেম্বরে এক ভারতীয়কে হত্যার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অর্থ নিয়ে দ্বন্দ্বের জেরে তারা ওই ভারতীয়র মুখে কীটনাশক ঢেলে তাকে হত্যা করে।

সাধারণত হত্যাকাণ্ড, সন্ত্রাসী হামলা ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের সৌদিতে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড প্রদান করা হয়।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ