হজে শিশুদের অংশগ্রহণ নিষিদ্ধ করল সৌদি আরব
২০২৫ সালের হজ মৌসুম থেকে হজ পালনে শিশুদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে সৌদি আরব। এই পদক্ষেপটি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে নেয়া হয়েছে বলে জানা গেছে। কারণ হজের সময় প্রচণ্ড ভিড় ও বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতি থাকে।
এক বিবৃতিতে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় জানায়, ‘এই সিদ্ধান্তটি শিশুদের নিরাপত্তা ও মঙ্গল নিশ্চিত করার জন্য এবং তীর্থযাত্রার সময় তাদের কোনো ধরনের ক্ষতি এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’
প্রতিবছর হজ পালনের জন্য সৌদি আরবে আসেন সারা বিশ্বের মুসলিমরা। যার ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, আগের বছরগুলোর মতো এবারও হজে অংশগ্রহণের জন্য তাদের অগ্রাধিকার দেয়া হবে, যারা আগে কখনো হজ পালন করেননি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে