শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণসহ কেবিন ক্রু গ্রেপ্তার
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই কেজি স্বর্ণসহ সৌদি এয়ারলাইন্সের এক নারী কেবিন ক্রুকে আটক করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য আনুমানিক দুই কোটি টাকা। মঙ্গলবার (২৮ মে) রাতে এ ঘটনাটি ঘটে।
ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের (এনএসআই) তথ্যের ভিত্তিতে জানা যায়, সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে আসা এয়ারলাইন্সের কেবিন ক্রু রোকেয়া খাতুনকে তল্লাশি করে কাস্টমস কর্তৃপক্ষ। এ সময় তার কাছ থেকে ১১টি স্বর্ণের বার, ছয়টি স্বর্ণের চুড়ি ও একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। যার ওজন সব মিলিয়ে ১ কেজি ৯৭৯ গ্রাম। উদ্ধার করা স্বর্ণসহ আটক ক্রু বর্তমানে কাস্টমসের হেফাজতে রয়েছে।
এনএসআই আরও জানায়, এ উদ্ধার অভিযানে অংশ নেয় কাস্টমস অ্যান্ড এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কর্মকর্তাসহ বিভিন্ন সংস্থার দায়িত্বশীল কর্মকর্তারা।
এ বিষয়টি নিশ্চিত করে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, রিয়াদ থেকে আসা সৌদি এয়ারলাইনসের ওই ফ্লাইটটি গত সোমবার রাত পৌনে ২টায় ঢাকায় অবতরণ করার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ভারতের হায়দরাবাদে ফ্লাইটটি অবতরণ করে। পরে সেখান থেকে গতকাল মঙ্গলবার রাত ১০টা ৫ মিনিটে ঢাকায় আসে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে