Views Bangladesh

Views Bangladesh Logo

ঢাকাবাসীকে দূষিত বায়ু থেকে বাঁচান

Editorial  Desk

সম্পাদকীয় ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪

বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় পরিবেশগত হুমকি এখন বায়ুদূষণ। আর বায়ুদূষণে ঢাকা বিশ্বের সবচেয়ে খারাপ শহরগুলোর একটি। বায়ুমান নির্ণায়ক প্রতিষ্ঠান আইকিউএয়ারের মতে, বৃহস্পতিবার (১৮ জুলাই), সকালে বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ১০৬। বাতাসের এই মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

আইকিউএয়ার একটি সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা। সংস্থাটি নিয়মিত বায়ুদূষণের পরিস্থিতি প্রকাশ করে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা। দূষণের এই মাত্রাটি সংবেদনশীল মানুষদের জীবন-মৃত্যুর হুমকির মধ্যে ফেলে দেয়ার জন্য যথেষ্ট।

দীর্ঘদিন ধরেই বায়ুদূষণ ঢাকার একটি বড় সমস্যা। ঘনবসতির শহর, রাস্তায় যানজট লেগেই আছে সারাক্ষণ। আর সমানে দালানকোঠা উঠছে। শহরের আশেপাশেই প্রচুর কলকারখানার ছড়াছড়ি। যার কারণে গত কয়েক বছর ধরেই ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের কাতারে স্থান পেয়েছে।

ঢাকার বাতাস কেবল যে সংবেদনশীল গোষ্ঠীর জন্যই খারাপ তা না, ঢাকায় বসবাসকারী সবার জন্যই তা অনিরাপদ। দূষিত বাতাস মানুষের স্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। এক সমীক্ষায় দেখা গেছে, বায়ুদূষণের কারণে ঢাকার প্রতিটি মানুষের আয়ু গড়ে আট বছর কমে যাচ্ছে।

বায়ুদূষণ সারা বিশ্বেরই এখন একটি প্রধান সমস্যা। এর কারণে মানুষ মৃত্যুঝুঁকিতে যেমন পড়ছে, অকালেই অক্ষম হয়ে যাচ্ছে। এসব নিয়ে অনেক গবেষণা হয়েছে। বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে, দূষিত বাতাসে শ্বাস নেয়ার ফলে অনেকেই হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগ, ফুসফুসের সংক্রমণ এবং ক্যান্সারেও আক্রান্ত হচ্ছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বায়ুদূষণের কারণে সারা পৃথিবীতে প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়। বায়ুদূষণের সঙ্গে জলবায়ু পরিবর্তন অঙ্গাঅঙ্গি জড়িত। বায়ুদূষণ কেবল আমাদের স্বাস্থ্য আর উন্নতিতেই ব্যাঘাত সৃষ্টি করে না, এটি জলবায়ু পরিবর্তনে এমন ব্যাপক ভূমিকা রাখে যা খাদ্য সংকটসহ নানা ধরনের অনিরাপত্তা তৈরি করে। বিশেষ করে শহরের বাসিন্দাদের জন্য।

বায়ুদূষণ নিরোধে সরকারের সংশ্লিষ্ট সবাইকে সচেষ্ট ভূমিকা রাখার দাবি জানাই আমরা। দূষিত বায়ু থেকে ঢাকাবাসীকে বাঁচান। গত ২০ বছর ধরেই আমরা বায়ুদূষণ নিয়ে অনেক কথা বলে আসছি। বায়ূদূষণ মোকাবিলায় সরকার আমাদের অনেক প্রতিশ্রুতিও দিয়েছে। কিন্তু তার কোনো ফলফলা দেখা যায়নি। জনগণের দাবি পরিষ্কার- মিথ্যা আশ্বাসের পরিবর্তে আমরা কাজে প্রমাণ দেখতে চাই।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ