Views Bangladesh

Views Bangladesh Logo

বান্দরবানে ব্যাংক থেকে লুট হওয়া অর্থ-অস্ত্র উদ্ধারে নেমেছে র‌্যাব

District  Correspondent

জেলা প্রতিনিধি

শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪

পহরণের ৪৮ ঘন্টা পর অপহৃত সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে সুস্থভাবে উদ্ধারের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বান্দরবানের রুমায় ব্যাংক লুটের অর্থ এবং আইনশৃঙ্খলা বাহিনীর ১৪টি অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় র‌্যাব পাহাড়ে সাড়াশি অভিযান শুরু করেছে। যতক্ষণ পর্যন্ত কেএনএফ'র সশস্ত্র সন্ত্রাসীদের নিমূর্ল করা সম্ভব হবেনা, ততক্ষণ পর্যন্ত যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

শুক্রবার (৫ এপ্রিল) সকালে ১১টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কনফারেন্স রুমে র‌্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বান্দরবানের রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও হামলার ঘটনাটি মূলত টাকা লুট ও কেএনএফের সক্ষমতা জানান দিতেই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বান্দরবান জেলায় বেশ কয়েকটি আঞ্চলিক সংগঠন রয়েছে। তাদের মধ্যে শ্রেষ্টতা,উত্তরসুরিদের অনুপ্রেরণা ও বহিরবিশ্বে তাদের সহযোগীদেরকে সংঘটনটির সক্ষমতা জানান দিতেই বান্দরবানের রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট,অপহরণ ও হামলার ঘটনাটি কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের ( কেএনএফ) সশস্ত্র সদস্যরা ঘটিয়েছে। তবে সিসি ফুটেজ দেখে এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। এর আগেও এই কুকি-চিন সদস্যরা টাকার বিনিময়ে জঙ্গি সদস্যদের অস্ত্র পরিচালনা প্রশিক্ষণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।

ব্যংক ম্যানেজার প্রসঙ্গে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, রুমা থেকে লুট হওয়া অস্ত্রও গোলা উদ্ধার করা না গেলেও র‍্যাব,সেনাবাহিনী ও পুলিশসহ সকলের প্রচেষ্টায় কোনরুপ ঝুঁকি না নিয়ে তাদের কয়েকটি কৌশলের একটি ব্যবহার করে অপহরণের শিকার রুমা সোনালী ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে সুস্থ-স্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয়েছে। গোপনীয়তার কারণে কোন কৌশল অবলম্বন এবং রুমার কোন স্থান থেকে ম্যানেজারকে উদ্ধার করা হয়েছে তা জানাননি তিনি।

এ ছাড়াও সংবাদ সম্মেলনে জানানো হয়, এই ঘটনায় জিড়িতদের বিরুদ্ধে অভিযান ও পুলিশ প্রশাসনের পক্ষথেকে মামলার কার্যক্রম চলমান রয়েছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন র‌্যাবের কর্মকর্তা লে.কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বিপিএম, পিপিএম, পিএসসিসহ র‍্যাবের বিভিন্ন পর্যায়ের সদস্য ও জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ কর্মীরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ