Views Bangladesh Logo

জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি ১৩ মে

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানির জন্য আগামী ১৩ মে (মঙ্গলবার) দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বুধবার (৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই দিন ধার্য করেন।

এদিন জামায়াতের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির দ্রুত শুনানির আবেদন করলে আদালত তা গ্রহণ করে ১৩ মে শুনানির দিন ধার্য করেন।

এর আগে ১২ মার্চ জামায়াতের নিবন্ধন সংক্রান্ত আপিলের শুনানি শুরু হলেও তা আর এগোয়নি।

উল্লেখ্য, ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট এক রিট নিষ্পত্তির রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে। এরপর ২০১৮ সালে নির্বাচন কমিশন নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন জারি করে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতের আপিল ২০২৩ সালের নভেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ ‘ডিসমিস ফর ডিফল্ট’ বলে খারিজ করে।

এদিকে গত ১ আগস্ট সন্ত্রাসবিরোধী আইনে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হলেও ২৮ আগস্ট তা বাতিল করা হয়।


জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার এই মামলা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আগামী শুনানিতে মামলার গতিপ্রকৃতি নিয়ে সবার দৃষ্টি থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ