Views Bangladesh Logo

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণা

 VB  Desk

ভিবি ডেস্ক

দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশনের বৈঠকে তফসিল চূড়ান্ত করা হয়।

বৈঠক শেষে ইসিসচিব মো. জাহাংগীর আলম তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে ১৬১টি উপজেলায় আগামী ২১ মে ভোট হবে। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে ২৩ এপ্রিল। আর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৩০ এপ্রিল পর্যন্ত। দ্বিতীয় ধাপের নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ মে।

এর আগে আগামী ৮ মে প্রথম ধাপে উপজেলা নির্বাচনের ভোট হবে। প্রথম ধাপে ভোট হবে ১৫৩ উপজেলায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ