Views Bangladesh Logo

নয়াদিল্লিতে বিষাক্ত ধোঁয়ায় স্কুল বন্ধ

 VB  Desk

ভিবি ডেস্ক

বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে ঘোষিত হওয়ায় ভারতের রাজধানী নয়াদিল্লির স্কুল এবং নির্মাণ কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

সুইস এয়ার কোয়ালিটি মনিটরিং গ্রুপ আইকিউএয়ারের সূচকে নয়াদিল্লির বায়ু মানের সূচক- একিউআই দাঁড়ায় ৬১১ তে। যা বিপজ্জনক অবস্থান। এতেই গতকাল শুক্রবার শহরের এসব কার্যক্রম বন্ধের আদেশ দেওয়া হয়েছে।
শূন্য থেকে ৫০ এর মধ্যে একিউআই সূচক থাকলে তাকে ভালো হিসেবে গণ্য করা হয়। সূচকের অবস্থান ৪০০ থেকে ৫০০ মধ্যে থাকলে তাকে অস্বাস্থ্যকর বলেই বিবেচনা করা হয়। তবে এই সূচকে নয়াদিল্লির অবস্থান বিপজ্জনক।
শহরটিতে বিষাক্ত ধোঁয়াশার ঘন স্তরে জেগে উঠেছে, বাসিন্দারা চোখ জ্বালা এবং গলা চুলকানির অভিযোগ করেছে। ফলে কিছু স্কুল দুই দিনের জন্য বন্ধ রাখার আদেশ জারি করেছে কর্তৃপক্ষ।
এদিকে, এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের আঞ্চলিক কমিশন বলছে, প্রতিকূল আবহাওয়া, খামারে অগ্নিকাণ্ডের ঘটনাগুলোর আকস্মিক বৃদ্ধি এবং উত্তর-পশ্চিমাঞ্চলের দূষিতবাতাস দিল্লির একিউআইয়ের আকস্মিক বৃদ্ধির প্রধান কারণ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ