Views Bangladesh Logo

আবার আসছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’

নপ্রিয় ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর নতুন সিজনের ঘোষণা এসেছে । নতুন সিজনটি আবারও চরকি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে, যেখানে নাসির উদ্দিন খানের সঙ্গে আবার দেখা যাবে রাফিয়াত রশিদ মিথিলাকে।

শুক্রবার (১৪ মার্চ) চরকি সিরিজের নতুন মৌসুমের ঘোষণা দেয়া হয়েছে।

প্রথম সিজনের শেষ দৃশ্যে, যেখানে স্বপন মুখঢাকা এক ব্যক্তির সঙ্গে কথা বলছিল, কী কথা বলছিল সেই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে এই নতুন সিজনে। এমনকি সেই ব্যক্তির পরিচয় এবং কেন তিনি স্বপনকে খুঁজছিলেন, তা নিয়ে রহস্যও উন্মোচিত হবে। চরকি তাদের ফেসবুক পেজে সিজন-২ মুক্তির ঘোষণা দিয়ে জানিয়েছে, পবিত্র ঈদুল ফিতরে নতুন সিজনটি দর্শকরা উপভোগ করতে পারবেন।

ঘোষণার ভিডিওতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এক ব্যক্তি বলতে শোনা যায়, ‘আমার চারশো কোটি টাকা কোথায়?’ এর পরই স্বপন তার মুখ খুলে বলেন, ‘আপনাদের কারণে বাইরে আসতেই হলো আমার। মাইশেলফ শামসুর রহমান স্বপন, ওরফে অ্যালেন স্বপন।’ প্রথম সিজনে রহস্যময় ৪০০ কোটি টাকার কথা উঠেছিল, যা এখনো রহস্য হয়ে আছে। দর্শকদের মনে প্রশ্ন, সেই টাকার মালিক এবং তা কোথায় লুকানো আছে!

‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর প্রথম সিজন ছিল চট্টগ্রামের মাদক ব্যবসায়ী থেকে মানি লন্ডারিংয়ের হোতা হয়ে ওঠার গল্প। নতুন সিজনে স্বপনের চরিত্র আরও ভয়ংকর এবং শক্তিশালী হয়ে উঠবে বলে জানিয়েছেন নাসির উদ্দিন খান। তার মতে, "চরিত্রটি আরও বড় পরিসরে দর্শকদের সামনে আসবে এবং স্বপনের দুষ্টু স্বভাবের ধারাবাহিকতা বজায় থাকবে।"

চরকি অরিজিনাল সিরিজ ‘সিন্ডিকেট’-এর শেষ অংশে অ্যালেন স্বপন চরিত্রটি প্রথমবারের মতো দর্শকদের সামনে আসে। এরপর স্পিনঅফ সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ তৈরি হয়, যার নির্মাতা ছিলেন শিহাব শাহীন। দ্বিতীয় সিজনটির সম্পর্কে শিহাব শাহীন বলেন, “নতুন সিজন তৈরি করা চ্যালেঞ্জিং ছিল, তবে সেটি নতুন কিছু ভাবতে শেখায়। প্রথম সিজনের সফলতার পর দর্শকদের প্রত্যাশা ছিল, তাই আমরা চেষ্টা করেছি গল্প ও চরিত্রে নতুনত্ব আনার।”

প্রথম সিজনের রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন এবং অর্ণব ত্রিপুরা অভিনয়ের সঙ্গে এবার বেশ কিছু নতুন মুখও দেখা যাবে। চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি জানান, “দর্শকদের ভালোবাসা আমাদের অনুপ্রাণিত করেছে নতুন সিজন নির্মাণে। আশা করছি, দর্শকরা নতুন সিজনে তাদের প্রিয় চরিত্রকে আরও দুর্দান্তভাবে পাবে।”

‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজটির প্রথম সিজন মুক্তির পর মাত্র আট দিনে দুই কোটি মিনিট স্ট্রিমিং হয়েছিল এবং এক শ ঘণ্টায় এক কোটি মিনিট স্ট্রিমিংয়ের রেকর্ড গড়ে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ