দ্বিতীয় চালানে ভারত থেকে এলো ২৭ হাজার টন চাল
ভারত থেকে আমদানি করা ২৬,৯৩৫ মেট্রিক টন চাল বাংলাদেশে এসে পৌঁছেছে। উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাডা বন্দর থেকে এই চাল নিয়ে শনিবার (১১ জানুয়ারি) রাত সোয়া ৭টায় চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় এমভি এসডিআর ইউনিভার্স জাহাজটি।
এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারত থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান। এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহাজে থাকা চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা করা হবে এবং এরপর দ্রুত খালাসের কার্যক্রম শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।
এর আগে ২৫ ডিসেম্বর ভারতের বন্দর থেকে ২৪ হাজার ৬৯০ টন সিদ্ধ চাল নিয়ে ‘এমভি টানিস ড্রিম’ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছিল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে