গোপন মার্কিন সামরিক পরিকল্পনা গ্রুপ চ্যাটে ফাঁস
ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ভুলবশত একটি গ্রুপ চ্যাটে একজন সাংবাদিককে যুক্ত করেছিলেন, যেখানে মার্কিন সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনা চলছিল। আর এতেই ফাঁস হয়ে যায় মার্কিন সামরিক পরিকল্পনা। বিসয়টি সোমবার হোয়াইট হাউস নিশ্চিত করেছে।
সিগনাল মেসেজিং অ্যাপে হওয়া ওই চ্যাটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার কয়েকজন সদস্য ছিলেন, যার মধ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথও ছিলেন।
দ্য অ্যাটলান্টিক ম্যাগাজিনের সম্পাদক জেফরি গোল্ডবার্গ সোমবার একটি প্রতিবেদনে জানান, প্রথমে তিনি বিশ্বাসই করতে পারেননি যে এটি সত্যি।
‘আমি নিশ্চিত ছিলাম না যে এই গ্রুপ চ্যাটটি আসল, কারণ আমার মনে হয়েছিল, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নেতৃত্ব আসন্ন সামরিক হামলার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিগনালে আলোচনা করবে, এটা অসম্ভব,’ লিখেছেন তিনি।
ওই চ্যাটে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ওপর হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল।
১৫ মার্চ, যুক্তরাষ্ট্র ইয়েমেনে বিদ্রোহীদের শক্ত ঘাঁটিতে হামলা চালায়।
গোল্ডবার্গ লিখেছেন, গ্রুপ চ্যাটের মাধ্যমে তিনি কয়েক ঘণ্টা আগেই এ হামলার পরিকল্পনার তথ্য পেয়েছিলেন। তখনও তিনি ভাবছিলেন, এটি হয়তো ভুয়া চ্যাট। তবে, হামলার খবর প্রকাশিত হওয়ার পর তিনি বুঝতে পারেন, সেটি আসল ছিল।
‘যখন বুঝতে পারলাম যে এটি সত্যিই সরকারি কর্মকর্তাদের চ্যাট গ্রুপ, তখন আমি সেখান থেকে নিজেকে সরিয়ে নিই,’ তিনি লিখেছেন।
মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র ব্রায়ান হিউজ এএফপিকে জানান, প্রকাশিত বার্তাগুলো সত্য বলে মনে হচ্ছে এবং আমরা খতিয়ে দেখছি কীভাবে ভুল করে একজন অপ্রাসঙ্গিক ব্যক্তি ওই চ্যাটে যুক্ত হলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে