Views Bangladesh Logo

সচিবালয়ে অগ্নিকাণ্ড: ভবন সংস্কারে লাগবে আরো অন্তত ১৫ দিন

Manik Miazee

মানিক মিয়াজী

অগ্নিকাণ্ডের ১১ দিন পর বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবন খুলে দেওয়া হলেও ভবনটির সংস্কারে লেগে যাবে আরো অন্তত ১৫ দিন।

রবিবার (৫ জানুয়ারি) সকালে ভবনটি খুলে দেয়া হয়। জানা যায়, খোলার পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি প্রাপ্তরা ৯তলা ভবনটির পঞ্চম তলা পর্যন্ত প্রবেশ করতে পারছেন।

তবে, ষষ্ঠ থেকে নবম তলা পর্যন্ত কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খান সেখানে উপস্থিত সাংবাদিকদের বলেন, ষষ্ঠ থেকে নবম তলা পর্যন্ত ক্ষতিগ্রস্ত চারটি ফ্লোরের সংস্কার কাজ শেষ করতে অন্তত ১৫ দিন লাগবে। তবে, কর্তৃপক্ষ চেষ্টা করছে তাড়াতাড়ি কাজ শেষ করার।

মন্ত্রণালয় সূত্র জানায়, ভবনটি খুলে দিলেও বন্ধ আছে লিফট চলাচল। সেইসাথে ভবনটিতে এখনও পানি সরবরাহ করা সম্ভব হয়নি। সেখানে ইন্টারনেট ও টেলিফোন সংযোগ এখনও স্থাপন হয়নি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনটির সামনে গণপূর্ত বিভাগের বিভিন্ন সেকশনের কর্মীরা সংস্কার কাজে ব্যস্ত। ভবনের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলতেও দেখা যায়। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের আগামী ১০-১২ দিনের মধ্যে সমস্ত সংস্কার কাজ শেষ করতে নির্দেশনা দেয়া হয়েছে।তবে, সম্পূর্ণ কাজ শেষ করতে আরো কিছুটা সময় লাগতে পারে।

যে পাঁচতলা অক্ষত আছে, সেসব তলায় থাকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা–কর্মচারীরা অফিস শুরু করেছেন। ভবনটির দ্বিতীয় তলায় স্থানীয় সরকার বিভাগের একাংশের কার্যালয়, তৃতীয় তলায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অফিস, চতুর্থ তলায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও পঞ্চম তলায় পূর্ব পাশে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, পশ্চিম পাশে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

কয়েকজন কর্মকর্তা এবং কর্মচারীর সঙ্গে কথা বলে জানা যায়, তারা এখনও কম্পিউটার সংযোগ পাওয়া যায়নি। তাছাড়া, অফিসকক্ষগুলোতে পোড়া গন্ধ রয়েছে।

তবে, অনেকেই তাদের প্রয়োজনীয় নথিপত্র অক্ষত অবস্থায় পেয়েছেন। তারা আশা করছেন সবকিছু স্বাভাবিক হতে দু–এক দিন সময় লাগবে।

গত ২৫ ডিসেম্বর দিবাগত রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগে এই চারটি তলা পুড়ে যায়। এ চার তলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অফিস ছিল।

অনেকেই অফিসে প্রবেশ করলেও,সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কার্যক্রম সচিবালয়ের বাইরে অস্থায়ীভাবে স্থানান্তর করা হয়েছে।

এদিকে, সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে অন্যতম এই ভবনে আগুন লাগার ঘটনায় এসব স্থাপনার নিরাপত্তা বিষয়ে যে প্রশ্ন উঠেছে, তা নিয়েও কাজ করছে কর্তৃপক্ষ বলে জানা যায়। আজ রবিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কর্মকর্তাদের গাড়ি সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে দেয়া হলেও, অন্যান্য যানবাহন প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ