Views Bangladesh

Views Bangladesh Logo

নিয়ন্ত্রণে আসেনি সচিবালয়ের আগুন, কাজ করছে ১৯ ইউনিট

Senior  reporter

সিনিয়র রিপোর্টার

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ের একটি ভবনে আগুন লেগেছে। প্রায় চার ঘণ্টার বেশি সময় পার হলেও নিয়ন্ত্রণে আসেনি এ আগুন।

ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও তীব্রতা কমছে না।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সরেজমিন দেখা যায়, সচিবালয়ের সাত নম্বর ভবনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দাউ দাউ করে জ্বলছে আগুন। বাইরে থেকে এ আগুনের শিখা দেখা যাচ্ছে। অন্যদিকে আগুনের পাশাপাশি কালো ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে সচিবালয় এলাকা।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএনের সদস্যরা। প্রাথমিক পর্যায়ে আগুন লাগার পর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সংখ্যা বাড়ানো হয়। এরপর উদ্ধার সহযোগিতার জন্য দুই প্লাটুন বিজিবি সদস্যকে আনা হয় সচিবালয়ে। এই তিন বাহিনীর সদস্যরা মিলে এখন সচিবালয় এলাকা নিরাপত্তা দিচ্ছেন এবং ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করছেন।

প্রাথমিকভাবে জানা যায়, সচিবালয়ের সাত নম্বর ভবনে মন্ত্রিপরিষদ বিভাগসহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগের অফিস রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে দেয়া তথ্যমতে, সচিবালয়ের সাত নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে।

এর আগে বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

রাত ৪টা ২৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে জানান, প্রথমে সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ