Views Bangladesh Logo

মেট্রোরেলের নিরাপত্তা জোরদারে ডিএমপির পরামর্শ

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপিসহ বিভিন্ন সমমনা দলগুলোর হরতাল-অবরোধের মধ্যে ট্রেনে নাশকতার কয়েকটি ঘটনার পর মেট্রোরেলের (মাস র‍্যাপিড ট্রানজিট-এমআরটি) নিরাপত্তা বৃদ্ধিতে হ্যান্ডেল ডিটেক্টর দিয়ে তল্লাশি করতে এবং স্টেশনে লাগেজ স্ক্যানার ও আর্চওয়ে যন্ত্র বসাতে বলেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে মেট্রোরেলের আগারগাঁও স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, স্টেশনের ভেতরে সিসিটিভি ক্যামেরা আছে, সংশ্লিষ্টদের এগুলো মনিটর করার পরামর্শ দেওয়া হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিকে পর্যবেক্ষণে রেখে নোটিশ করতেও বলা হয়েছে। নিরাপত্তাকর্মীদের হাতে ওয়্যারলেস সেট থাকার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এমআরটি কর্তৃপক্ষকে অনুরোধ করে বলেন তারা যেন দ্রুত লাগেজ স্ক্যানার ও আর্চওয়ের ব্যবস্থা করে। সেই সঙ্গে বিস্ফোরক জাতীয় দ্রব্য শনাক্তে যেন যন্ত্র রাখারও ব্যবস্থা করে। মেট্রোরেল কর্তৃপক্ষ ও এমআরটি পুলিশের সঙ্গে ডিএমপি মেট্রোরেলের নিরাপত্তা দিতে সর্বাত্মক সহযোগিতা করবে।

তিনি জানান, নিরাপত্তা বাড়াতে মেট্রোরেল কর্তৃপক্ষকে মেটাল ডিটেক্টর দেবে ডিএমপি। এ ছাড়াও নিরাপত্তা বৃদ্ধিতে আরও কোনো সহযোগিতা লাগলে তা করতে ডিএমপি প্রস্তুত।

আজ বেলা দেড়টার দিকে মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা দেখতে মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে যান ডিএমপির এই কর্মকর্তা। এ সময় তিনি স্টেশনের নিচতলা থেকে তৃতীয় তলার বিভিন্ন বিভাগ ও স্থানের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের নিরাপত্তা জোরদারে পরামর্শ দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ