Views Bangladesh

Views Bangladesh Logo

পুলিশ কর্মকর্তা কামরুল ও তার স্ত্রীর ১১ কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪

ট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ কামরুল হাসান ও তার স্ত্রী সায়মা বেগমের নামে ১১ কোটি টাকার বেশি সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম কার্যালয়ের করা এক আপিলের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৯ জুলাই) এ আদেশ দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারক ড. জিয়াবুন্নেছা।

আদালত তাদের নামে থাকা সম্পত্তির দলিল, ফ্ল্যাট এবং কোম্পানির আংশিক শেয়ার সহ সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন।

দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু এ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, ১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশ বিভাগে সাব-ইন্সপেক্টর হিসেবে যোগ দেন মোহাম্মদ কামরুল হাসান। অবশেষে তিনি বর্তমান পদে পদোন্নতি পান।

দুদকের অনুসন্ধানে কামরুল হাসানের নামে ১২,৭২,৯২,৬৯৫ কোটি টাকার স্থাবর সম্পদ এবং ১,২৩,৩৯,২১৬ কোটি টাকার অস্থাবর সম্পদসহ মোট ১৩ কোটি ৯৬ লাখ ৩১ হাজার ৯১১ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়।

এ সম্পদের বিপরীতে সিএমপির এই পুলিশ কর্মকর্তার বৈধ আয়ের পরিমাণ ছিল ৪,৮০,৩২,০৮৭ টাকা, যা ৯,৮৬,২৮,০৬৫ কোটি টাকার বৈষম্য প্রকাশ করে। তার জ্ঞাত আয়ের উৎসের বাইরে ৯৭,৩২২,০৪৪ টাকার সম্পদ রয়েছে বলে জানা গেছে।

একইভাবে কামরুলের স্ত্রী সায়মা বেগমের নামে ১ কোটি ২৫ লাখ টাকার স্থাবর ও ১ কোটি ৯৯ লাখ টাকার অস্থাবর সম্পদসহ ২ কোটি ৫৩ লাখ টাকার সম্পদ রয়েছে জানা গেছে। এ সম্পদ অর্জনের বিপরীতে তার বৈধ ও গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায় ৪০ লাখ ১৪ হাজার ৪৩৩ টাকা। তদন্তে তার জ্ঞাত আয়ের উৎসের বাইরে ১,৬২,৮৫,১৮৮ কোটি টাকার সম্পদের সন্ধান মেলে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ