Views Bangladesh Logo

দোকানে টিসিবি পণ্য সরবরাহের চিন্তাভাবনা করা হচ্ছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

কার্ডধারীদের ভোগান্তি লাঘবে স্থায়ী দোকানে টিসিবির পণ্য সরবরাহের চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

তিনি আরও বলেন, একজন দিনমজুর টিসিবির পণ্য নিতে এসে তাঁর সারাদিনের কর্ম ঘণ্টা ব্যয় করছেন। এতে তিনি ৭০০ থেকে ৮০০ টাকা আয় থেকে বঞ্চিত হয়।

শুক্রবার (২২ মার্চ) টাঙ্গাইলের নাগরপুরে টিসিবির স্মার্ট কার্ড ও হুইলচেয়ার বিতরণ, ডিলার, বাজার সমিতি ও অংশীজনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘সারাদেশে এক কোটি পরিবারের মধ্যে প্রতি মাসে টিসিবির মাধ্যমে বিভিন্ন পণ্য দেওয়া হচ্ছে। এর মধ্যে নাগরপুরে রয়েছে ১৬ হাজার ৪২৯টি পরিবার। এ জন্য নাগরপুরকে মডেল হিসেবে নিয়ে স্থায়ী দোকানে পণ্য সরবরাহের পরিকল্পনা রয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘টিসিবি অনেক বড় একটি কর্মযজ্ঞ। দেশের মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টিসিবি প্রতিষ্ঠা করেন। বিশেষ করে আমাদের দেশে যে পণ্যগুলো উৎপাদন হয় না–বিদেশ থেকে আমদানি করতে হয়। পণ্য আমদানি-রপ্তানি করার জন্য টিসিবি সৃষ্টি করা হয়েছিল।’

এর আগে উপজেলার কলিয়া-সরিষাজানি সড়কের উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী । মতবিনিময় সভা শেষে তেবাড়িয়া-পাইকশা বাজার এবং তেবাড়িয় মহারাজের দোকান থেকে নদীর ঘাট পর্যন্ত রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ