Views Bangladesh

Views Bangladesh Logo

মার্কিন কংগ্রেসে ৯৫ বিলিয়ন ডলারের ইউক্রেন, ইসরায়েল সহায়তা বিল পাস

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ৯৫ বিলিয়ন ডলারের একটি ব্যাপক বৈদেশিক সহায়তা প্যাকেজ সহজেই পাস হয়েছে। রাশিয়ার বাহিনীর অগ্রাভিযান ও কিইভের সামরিক সরবরাহের ঘাটতির মধ্যে এ বিলটি পাস হওয়ায় ফলে ইউক্রেনে নতুন করে হাজার হাজার কোটি ডলারের মার্কিন সামরিক সহায়তা পাঠানোর পথ পরিষ্কার হল।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেট চারটি বিলের মিলিত প্যাকেজটি ৭৯-১৮ ভোটে অনুমোদন পায়। এর আগে শনিবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিলটি পাস হয়েছিল।

এই প্যাকেজের অধিকাংশই ইউক্রেন, ইসরায়েল, তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অংশীদারদের জন্য বরাদ্দ সামরিক সহায়তা।

সেনেটের অনুমোদন পাওয়ার পর এখন বিলটি স্বাক্ষরের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে যাবে। বাইডেন জানিয়েছেন, তিনি বুধবারই বিলটিতে স্বাক্ষর করবেন। বাইডেনের স্বাক্ষরের মাধ্যমে বিলটি যুক্তরাষ্ট্রের আইনে পরিণত হবে।

ইউক্রেনের জন্য এই ‘গুরুত্বপূর্ণ’ সহায়তা অনুমোদন করায় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন আইনপ্রণেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রয়টার্স জানিয়েছে, সহায়তা প্যাকেজটির সবচেয়ে বড় অংশ ৬১ বিলিয়ন ডলার যাবে ইউক্রেনে; দ্বিতীয় অংশ ২৬ বিলিয়ন ডলার যাবে ইসরায়েল ও বিশ্বজুড়ে সংঘাতপূর্ণ অঞ্চলে বেসামরিকদের মানবিক সহায়তা প্রদানের জন্য আর তৃতীয় অংশ ৮ দশমিক ১২ বিলিয়ন ডলার পাঠানো হবে ‘কমিউনিস্ট চীনকে ঠেকানোর’ জন্য ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে।

এই প্যাকেজের অংশ চতুর্থ আরেকটি বিলে চীনের নিয়ন্ত্রিত সামাজিক মাধ্যম অ্যাপ টিকটকের ওপরে সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়টি অন্তর্ভুক্ত আছে। পাশাপাশি এতে রাশিয়ার জব্দ করা সম্পদ ইউক্রেনে পাঠানো ও ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপগুলোও উল্লেখিত আছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ