Views Bangladesh

Views Bangladesh Logo

মালয়েশিয়ায় পৃথক দূর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

মালয়েশিয়ায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ এবং নির্মীয়মাণ ভবন ধসের পৃথক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছে।

গত শুক্রবার দেশটির জোহর রাজ্যের ইস্কান্দার পুতেরের গেলাং পাতার এসআইএলসি শিল্প এলাকায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহতরা হলেন মুন্সীগঞ্জের রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলী ও একই জেলার আবুল কাশেমের ছেলে আবু তাহের।

বর্তমানে মরদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত অবস্থায় সালাম নামের একজন হাসপাতালে চিকিৎসাধীন। আহত সালামের বাড়িও মুন্সীগঞ্জে। তাঁর বাবার নাম মহিউদ্দিন।

এর আগে গত বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে মালয়েশিয়ার মেলাকার বান্দা হিলিরের জালান বুকিত সেনজুয়াংয়ে নির্মীয়মাণ ভবন ধসে পড়ে।

ভবন ধসে নিহত শ্রমিকের নাম জিদান (২২)। এ ঘটনায় আরো দুজন পাকিস্তানি শ্রমিক আহত হন।

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন ও এএফপির প্রতিবেদন সূত্রে এই দুটি ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ