আলাদা সড়ক দুর্ঘটনায় সারাদেশে নিহত ১৭
দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন।
এর মধ্যে রাঙ্গামাটির সাজেকে ৯ জন ও সাত জেলায় আরও ৮ জন নিহত হয়েছেন। বুধবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
রাঙ্গামাটির বাঘাইছড়ির দাড়িপাড়া এলাকায় একটি মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ৯ দিনমজুর নিহত হন। স্থানীয়রা জানান, খাগড়াছড়ির দীঘিনালা থেকে ১৫ জন শ্রমিক কাজের জন্য মিনিট্রাকে করে উদয়পুর সীমান্ত এলাকায় যাচ্ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে ট্রাকটি দড়িপাড়া এলাকার ৯০ ডিগ্রি পাহাড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ঘটনাস্থলেই ৫ শ্রমিক ও হাসপাতালে নেয়ার পথে আরও ৪ জন মারা যান।
অন্যদিকে, পঞ্চগড়ের বোদা পৌরসভার বোদা-দেবীগঞ্জ সড়কের খাটোপাড়া কাঁঠালতলী এলাকায় সকাল সাড়ে ৮টার দিকে ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, ট্রাক্টর চালক জাহিদ ইসলাম (১৯) ও পথচারী নুরজাহান বেগম (৬০)।
আবার, বগুড়ার ধুনট উপজেলার ধুনট-সোনাহাটা সড়কের থানাপাড়া এলাকায় দুপুর সাড়ে ১২টায় কলেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই মারা যান।
রাজশাহী মহাসড়কের চৌদ্দপাই এলাকায় ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে সকাল ১১টার দিকে বাসচাপায় এক ব্যক্তি নিহত হন। নিহত সাদ্দাম হোসেন (৪০) ওই এলাকার বাসিন্দা।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে ঢাকা-আমিরাবাদ-কচুয়া সড়কে মাইক্রোবাসের নিচে চাপা পড়ে হানিফ (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।
নাটোরের লালপুর উপজেলার বাঘা-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের তিলকপুর গ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নাজিম উদ্দিন (৩০) নিহত হয়েছেন।
এদিকে, মাদারীপুরের শিবচর এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের বান্দরখোলা এলাকায় যাত্রীবাহী বাস উল্টে গেলে, গোলাম রহমান শিকদার (৫৫) নিহত হন।
নেত্রকোনার মদন-খালিয়াজুরী সড়কে রাত ১টার দিকে মদন-খালিয়াজুরী সড়কে ট্রাকের চাপায় নিহত হয়েছেন শ্রমিক রকি মিয়া (২১)।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে