Views Bangladesh

Views Bangladesh Logo

গুলিস্তানে আ. লীগ কর্মী সন্দেহে কয়েকজনকে মারধর, পুলিশে হস্তান্তর

 VB  Desk

ভিবি ডেস্ক

রবিবার, ১০ নভেম্বর ২০২৪

রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কর্মী সন্দেহে বেশ কয়েকজনকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করেছে জনসাধারণ।

রবিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ঘটনাটি ঘটে।

নূর হোসেন দিবস উপলক্ষে আজ বিকেল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টে বিক্ষোভ-মিছিল কর্মসূচির ঘোষণা দেয় আওয়ামী লীগ।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগের এই কর্মসূচিকে ব্যর্থ করার অঙ্গীকার করে এবং দুপুর ১২টায় একই স্থানে জনসভা করার মাধ্যমে পাল্টা কর্মসূচির ঘোষণা দেয়। সেই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধারের দাবিতে অগণতান্ত্রিক শক্তিকে অপসারণের আহ্বান জানায় তারা।

এ পরিস্থিতিতে গুলিস্তান এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এর আগে গতকাল রাতে গুলিস্তানের জিরো পয়েন্টের আশেপাশে অবস্থান নেয় শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেয় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। তারা আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি মোকাবিলা করতেই রাত থেকে সেখানে জড়ো হতে থাকে।

এদিকে দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের কড়া নজরদারিতে রয়েছে গুলিস্তান এলাকাটি। সংঘর্ষের আশঙ্কায় এলাকায় একাধিক চেকপোস্ট বসিয়েছে আইন প্রয়োগকারী সংস্থাটি।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ