Views Bangladesh

Views Bangladesh Logo

তীব্র যানজটে বিপর্যস্ত ঢাকা

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ১৯ আগস্ট ২০২৪

তকালের (রবিবার) মতো আজও ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। রাজধানীর ধানমণ্ডি, ফার্মগেট, বিজয় সরণি, কারওয়ানবাজার সার্ক ফোয়ারা, বাংলামটর, তেজগাঁও, সিদ্ধেশ্বরী, মতিঝিলসহ আরও বিভিন্ন এলাকায় এ যানজট দেখা গিয়েছে।

সোমবার (১৯ আগস্ট) সকাল থেকেই এসব এলাকায় দেখা দেয় এই ভয়াবহ যানজট। ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে যে, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা তাদের দাবি নিয়ে রাস্তা অবরোধ করার কারনে এই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান বলেন, “আমরা ‘যমুনার’ সামনে কাউতে বসতে দিইনি। তাই নগরের বিভিন্ন স্থানে আজ খণ্ড খণ্ড আকারে বসে আছেন অনেকেই।”

তিনি আরো বলেন, “শাহবাগ বা রমনার দিকে রাস্তায় বসে গেলে যানজট বেড়ে যায়। যা পরবর্তীতে ছড়িয়ে পড়ে অন্যান্য সড়কেও। রমনার আশপাশে, মতিঝিলসহ বিভিন্ন জায়গায় শুরু হয়েছে যানজট।”

এদিকে, মিন্টো রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সড়ক অবরোধ করে মানববন্ধন শুরু করেন “তথ্য আপা” প্রকল্পের নারীরা। ফলে কাকরাইল, মৎস্য ভবন, মিন্টো রোড এলাকায় প্রচন্ড যানজটের সৃষ্টি হয়। প্রেসক্লাবের সামনেও রাস্তা অবরোধ করে মানববন্ধন করে একাধিক প্রতিষ্ঠান। এছাড়াও কাকরাইল ভিআইপি রোডের এক পাশে গ্রাম পুলিশের সদস্যরা এবং বাংলামটরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের সামনেও একটি দল দাবি আদায়ের ব্যানার নিয়ে দাঁড়িয়ে সড়ক অবরোধ করে।

এছাড়াও,কারওয়ানবাজার সার্ক ফোয়ারা মোড় অবরোধ করেন একদল মানুষ। সায়েন্সল্যাব মোড়ে এবং উত্তরা বিএনএস সেন্টারের সামনে এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে একদল শিক্ষার্থী। নিউমার্কেটের সামনেও সড়ক অবরোধ করে গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা।

এদিকে, প্রায় দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর রবিবার থেকে শ্রেণি কার্যক্রমে ফিরেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। যারফলে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের চাপ বেড়েছে । এদিকে মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় সড়কপথে যানজট আরও তীব্র হয়ে ওঠেছে।

ডিএমপি কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান বলেন, “ এসব কারণেই যানজট আরো তীব্র হয়েছে। এসবের সুরাহা না হলে যানজট কমার সম্ভাবনা কম।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ