রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে মিলল কাটা পা
রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে থেকে একটি বিচ্ছিন্ন কাটা পা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২ এপ্রিল) গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম। তিনি বলেন, ‘জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে একটি চটের বস্তার ভেতরে একটি কাটা পা পাওয়া গেছে।’
ওসি আবদুল কাইয়ুম আরও বলেন, ‘আমরা প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছি এবং বিষয়টি অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) জানানো হয়েছে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে