Views Bangladesh Logo

আইকনিক পোজে মেট গালায় শাহরুখের অভিষেক

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে হাজির হলেন শাহরুখ খান। সম্পূর্ণ কালো পোশাক, গলায় বেশ কয়েকটি হার, হাতে স্টিক আর সঙ্গে শাহরুখের আইকনিক পোজ।

মেট গালায় অংশ নিতে গেল রোববার নিউইয়র্ক পৌঁছেছিলেন বলিউডের এই সুপারস্টার। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তখনই পোশাকশিল্পীর টিমের পক্ষ থেকে জানানো হয়, ‘বেঙ্গল টাইগার’ সব্যসাচীর সঙ্গে জুটি বেঁধে মেট গালায় তাক লাগাবেন শাহরুখ খান।

সোমবার রাতে মেট গালা ২০২৫-এর মঞ্চে সম্পূর্ণ কালো পোশাকে হাজির হন কিং খান। পরেছিলেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি লম্বা কালো কোট। যা মেঝেতে লুটিয়ে ছিল। সঙ্গে ছিল কালো শার্ট। গলায় ছিল ভারী ও চকমকে বেশ কয়েকটি হার। ছিল একটি ‘কে’ লেখা পেনডেন্ট, যা হিরে খচিত। হাতে ছিল বেশ কয়েকটি আংটি, এর সঙ্গে হাতে ছিল স্টিক। এটি কিং খানের এই লুককে অন্য মাত্রা দিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ