Views Bangladesh

Views Bangladesh Logo

নেপালে মানবাধিকার পুরস্কার পেলেন শাহাদাত রাসএল

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

লচ্চিত্রের মাধ্যমে মানবাধিকার ক্ষেত্রে অবদান রাখায় ‘বেষ্ট হিউম্যান রাইটস এক্টিভিস্ট’ অ্যাওয়ার্ড পেলেন চলচ্চিত্র নির্মাতা শাহাদাত রাসএল।

নেপাল কালচার এন্ড ফিল্ম সেন্টার এবং দ্যা ব্রিটিশ কলেজ অব নেপালের যৌথ আয়োজনে রবিবার (১৫ সেপ্টেম্বর) নেপালের কাঠমান্ডুতে ‘ইন্টারন্যাশনাল এচিভারস অ্যাওয়ার্ড-২০২৪’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এর আগেও মানবাধিকার বিষয়ক চলচ্চিত্র নির্মাণের জন্য ফ্রান্স, আমেরিকা, ভারত ও বাংলাদেশ থেকে একাধিক অ্যাওয়ার্ড পান তিনি।

জানা গেছে, অনুষ্ঠানে বিভিন্ন দেশের মানবাধিকার, চলচ্চিত্র নির্মাতা, লেখক, রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি সামাজিক বিভিন্ন বিষয়ের উপর কাজ করা এবং উল্লেখযোগ্য অবদান রাখা মানুষদেরকেও সম্মানিত করা হয়।

পুরস্কারজয়ী শাহাদাত রাসএল বলেন, ‘আসলে এই অ্যাওয়ার্ডটা আমার কাছে বিশেষ। কারণ অনেকগুলো অ্যাওয়ার্ড পেলেও এবারই প্রথম মানবাধিকার বিষয়ক কাজের জন্য অ্যাওয়ার্ড পেলাম। এই অ্যাওয়ার্ড নিশ্চয়ই আমাকে ভবিষ্যতে মানবাধিকার নিয়ে কাজ করার ক্ষেত্রে উৎসাহ যোগাবে।’

তিনি আরও বলেন, ‘নেপালে ১২ সেপ্টেম্বর চতুর্থ স্পাইনি বাবলার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হলো। সেখানে আমি আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের বিচারক হিসেবে ছিলাম। সেখানেও অংশগ্রহণ করলাম। বাংলাদেশ আর নেপালের মধ্যে একটা কালচারাল একচেঞ্জ প্রোগ্রাম করার পরিকল্পনা রয়েছে। নেপাল সরকার ও কিছু অর্গানাইজেশনের সাথে এই বিষয়ে আলোচনা চলছে। হয়তো শীঘ্রই এই ব্যাপারে বিস্তারিত জানাতে পারব।’

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের সংস্কৃতি মন্ত্রী বিমল ঠাকুরে, মিস ইউনিভার্স ডাক্তার সুহাসিনী সুদান মাদামে, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও অর্গানাইজার অমল ভাগাত ও চলচ্চিত্র নির্মাতা ও অর্গানাইজার সন্তোষ সুবেদী, সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ অন্যান্যরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ