Views Bangladesh

Views Bangladesh Logo

নির্বাচনে লড়তে শাহজাহান ওমরের আইনি বাধা নেই: হাইকোর্ট

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমর।নির্বাচনে লড়তে তার কোনো আইনি বাধা নেই বলে রায় দিয়েছেন আদালত।

সম্প্রতি বিএনপি ছেড়ে আসা এই নেতার মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে এক রিট আবেদনের জবাবে বুধবার (২৭ ডিসেম্বর) বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমান ও বিচারপতি মোঃ বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এছাড়াও আদালত সংক্ষিপ্তভাবে আবেদনটি খারিজ করে দেন।

এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোঃ শফিকুল ইসলাম সিদ্দিক বলেন, হাইকোর্টের আদেশে শাহজাহান ওমরের দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো আইনি বাধা নেই।

তিনি আরও বলেন, ঝালকাঠি-১ আসনের ভোটার নাসরিন খানম আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমরের মনোনয়ন গ্রহণ ও নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদনটি জমা দিয়েছেন।

আবেদনে নাসরিন বলেন, শাহজাহান ওমর একটি দুর্নীতির মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হয়ে ১৩ বছরের কারাদণ্ডের বিষয়ে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য দেননি। তিনি হলফনামায় তথ্য গোপন করার জন্য তার প্রার্থিতা বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেছিলেন।

এদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুল ইসমাল সিদ্ধিক বলেন, হাইকোর্ট শাহজাহান ওমরের কারাদণ্ড বাতিল করে দুর্নীতির মামলা থেকে খালাস দিয়েছেন। অতএব তিনি আর দণ্ডিত ব্যক্তি নন। এই ভিত্তিতেই হাইকোর্ট রিট আবেদন খারিজ করেছেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ