Views Bangladesh

Views Bangladesh Logo

ইংলিশ কাউন্টিতে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ৪ নভেম্বর ২০২৪

ক্যারিয়ারের শেষ বেলায় ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে ত্রুটি ধরা হয়েছে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনে। ইংল্যান্ডের কোনো ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। বিষয়টি তাকে জানিয়ে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

গত সেপ্টেম্বরে ভারতে টেস্ট সিরিজ শেষে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে যান সাকিব। প্রায় ১৩ বছর পর কাউন্টি ক্রিকেটে প্রত্যাবর্তনের পর সারের পক্ষে একটি ম্যাচ খেলেন, যেখানে তিনি প্রথম ইনিংসে চার উইকেট এবং দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন। সমারসেটের বিপক্ষে ৬০ ওভার বল করে ওই নয়টি উইকেট নিয়েছিলেন সাকিব, যা ছিল সারে বোলারের পক্ষে সর্বোচ্চ। ম্যাচটিতে মাঠের আম্পায়ার ছিলেন ডেভিড মিলনস এবং স্টিভ ও'শাগনেসি। তাদেরই একজন সাকিবের অ্যাকশনের বিরুদ্ধে রিপোর্ট করেন ইসিবিতে।

দীর্ঘদিনের পেশাদার ক্রিকেট ক্যারিয়ারে প্রথম এই অবস্থার মুখোমুখি হতে হলো সাকিবকে। তবে তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলেও আন্তর্জাতিক ক্রিকেট খেলতে কোনো বাধা থাকছে না। বিষয়টি কেবল কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার ক্ষেত্রেই প্রযোজ্য। ইংল্যান্ডের ঘরোয়া যে কোনো ধরনের ক্রিকেটে খেলতে হলে বোলিং অ্যাকশন পরীক্ষায় উতরাতে হবে তাকে।

১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন সাকিব আল হাসান। এই দীর্ঘ সময়ে বিশ্বের প্রায় প্রতিটি বড় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার পাশাপাশি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। মূলত বোলিংয়ের জন্য পরিচিত সাকিবের বাঁহাতি স্পিন তাকে এনে দিয়েছে অসংখ্য রেকর্ড।

এদিকে দুবাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশের হয়ে সাকিব খেলছেন না কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে এই সিরিজে অনুপস্থিতির সঙ্গে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা।

তিনি বলেন, ‘আমরা শুনেছি যে, বাংলাদেশি এই অলরাউন্ডারের বোলিং অ্যাকশন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কাউন্টি কর্তৃপক্ষ এবং সাকিবকে বিষয়টি জানানো হয়েছে। তবে এ বিষয়ে আমরা আনুষ্ঠানিক কোনো বার্তা পাইনি। কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাকিবের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলেও তা পুরোপুরি ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের ক্ষেত্রে প্রযোজ্য। যেহেতু এটি আন্তর্জাতিক পর্যায়ের বিষয় নয়, তাই আমাদের অবহিত করা গুরুত্বপূর্ণও নয়’।

‘সাকিবও পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন এবং সম্ভবত শিগগিরই তার করোনা পরীক্ষা করাবেন। এটি আন্তর্জাতিক বা অন্য ঘরোয়া ক্রিকেটে তার যোগ্যতার উপর প্রভাব ফেলবে না’- বলেন ওই বিসিবি কর্মকর্তা।

সাম্প্রতিককালে দীর্ঘ সময় বিদেশে কাটিয়েছেন সাকিব। গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার পর অল্প সময়ের জন্য বাংলাদেশে ফিরে আসেন তিনি। এরপর মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) খেলতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

পরে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বেঙ্গলি টাইগার্স মিসিসাগার অধিনায়কত্ব করেন। এরপরে, সাকিব পাকিস্তানে একটি টেস্ট সিরিজ খেলেন এবং তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে আসার আগে আরও একটি টেস্ট সিরিজের জন্য ভারতে বাংলাদেশ দলের সাথে যোগ দেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ