Views Bangladesh

Views Bangladesh Logo

শিক্ষার্থীদের আন্দোলনে নীরব থাকায় ক্ষমা চাইলেন সাকিব

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে নীরব ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

আন্দোলনের সময় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে কানাডায় ছিলেন সাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে কোনো মন্তব্য না করলেও স্ত্রী-সন্তানদের নিয়ে সাফারি ভ্রমণের ছবি শেয়ার করছিলেন তিনি। অনেক শিক্ষার্থী আহত বা নিহত হওয়ার পরও তার এই নীরবতা সমালোচনা তৈরি করেছিল ভক্তদের মাঝে। কোটা আন্দোলন নিয়ে এক ভক্তকে দেওয়া সাকিবের প্রতিক্রিয়া বিষয়টিকে আরও জটিল করে তুলেছিল।

ক্ষমতাসীন দলে যুক্ত সাকিবের সঙ্গে অবশ্য নীরব ছিলেন আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। তবে ওই আন্দোলনে বেশ কয়েকজন ক্রিকেটারসহ সতীর্থ ক্রিকেটারই সক্রিয়ভাবে সোচ্চার ছিলেন।

বেশ কিছুদিন চুপচাপ থাকার পর বুধবার (৯ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন সাকিব।

আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ যাত্রার শেষ প্রান্তে এসে সাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কথা বলেছেন, প্রকাশ করেছেন দেশের প্রতি তার ভালোবাসা ও কৃতজ্ঞতাও।

আবেগময় বার্তায় বাঁহাতি এই অলরাউন্ডার জানিয়েছেন, দেশের মানুষের সমর্থনই তাকে আজকের সাকিব আল হাসান হিসেবে গড়ে তুলেছে।

সাকিব তার রাজনীতিতে সংক্ষিপ্ত সময়ের জন্য সম্পৃক্ততার কথাও উল্লেখ করেন। বলেন, ‘আমি খুবই স্বল্প সময়ের জন্য মাগুরা-১ আসনের সংসদ সদস্য ছিলাম। আমার রাজনীতিতে সম্পৃক্ত হওয়াটা ছিল আমার এলাকার উন্নয়নের সুযোগ পাওয়ার উদ্দেশ্যেই। তবে দিন শেষে, আমি একজন ক্রিকেটার। সবসময় ক্রিকেটকেই অন্তর থেকে ধারণ করেছি’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ