বিসিবির চুক্তি থেকে বাদ সাকিব, নাম প্রত্যাহার মাহমুদউল্লাহর
অবশেষে চলতি বছরের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (১০ মার্চ) বিসিবির পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী চুক্তি থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান। চুক্তি থেকে নাম প্রত্যাহার করে নিলেন মাহমুদউল্লাহ রিয়াদও। তবে গত জানুয়ারি ও ফেব্রুয়ারি পর্যন্ত তাকে চুক্তিতে রাখা হয়। মার্চ থেকে চুক্তির বাইরে থাকছেন মাহমুদউল্লাহ।
এ বছর কেন্দ্রীয় চুক্তির জন্য ২২ ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে বিসিবি। কেন দুই মাসের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে মাহমুদউল্লাহকে, এ ব্যাপারে বিসিবি জানায়, মাহমুদউল্লাহ অনুরোধের কারণেই তাকে চুক্তির বাইরে রাখা হয়েছে। তাকে দুই মাসের জন্য ‘বি’ ক্যাটাগরিতে চুক্তিবদ্ধ করা হয়েছে।
অপর দিকে, গত ৫ মার্চ ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান মুশফিকুর রহিম। এর আগে ২০২২ সালে টি-টোয়েন্টি থেকে বিদায় জানান। তাই মুশফিক এখন শুধুমাত্র খেলবেন টেস্টে। তাকে ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের জন্য। মার্চ থেকে ‘বি’ ক্যাটাগরিতে বেতন পাবেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
গত বছর ভারত সফরের পর থেকে জাতীয় দলের বাইরে আছেন সাকিব। সরকারের পট পরিবর্তনের পর দেশেও ফিরতে পারেননি তিনি। পাশাপাশি অবৈধ বোলিং অ্যাকশনের কারণে সাকিব ক্রিকেট থেকে একরকম নির্বাসিত। সব মিলিয়ে জাতীয় দলের জার্সিতে তাকে দেখার সম্ভাবনা নেই। তাই তাকে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি। এই প্রথম ক্যারিয়ারে চুক্তি থেকে বাদ পড়লেন। অন্যদিকে সর্বোচ্চ ‘এ’ প্লাস ক্যাটাগরিতে আছেন শুধুমাত্র তাসকিন আহমেদ। ২২ ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বেশি ১০ লাখ টাকা বেতন পাবেন এই পেসার।
‘এ’ ক্যাটাগরিতে থাকা নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, লিটন কুমার দাস ও মুশফিকুর রহিমের বেতন ৮ লাখ টাকা করে। ‘বি’ ক্যাটাগরিতে বেতন ৬ লাখ টাকা করে। এই ক্যাটাগরিতে আছেন- মমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা। ‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৪ লাখ টাকা করে। এই ক্যাটাগরিতে আছেন- সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও শেখ মাহেদি। দুই লাখ টাকার ‘ডি’ ক্যাটাগরিতে আছেন নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে