Views Bangladesh

Views Bangladesh Logo

ঘরের মাঠে সাকিবের অবসর নেয়ার ভালো সুযোগ আছে: বিসিবি সভাপতি

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ বলেছেন, এ মাসের শেষে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে ঘরের মাঠে অবসর নেয়ার ভালো সম্ভাবনা রয়েছে অল রাউন্ডার সাকিব আল হাসানের।

সোমবার (৭ অক্টোবর) বিসিবি পরিচালনা পর্ষদের সভা শেষে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সাকিবের অবসরের প্রসঙ্গে এ কথা জানান বিসিবি সভাপতি।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে টেস্ট ও টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়েছিলেন দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকা। সেই সঙ্গে ঘরের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে আগ্রহ প্রকাশ করেন তিনি। তবে নিরাপত্তার প্রশ্নে তার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখে দেয়।

বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমার সাথে সাকিবের যোগাযোগ হয়েছে। যেহেতু সে ঘরের মাঠে খেলে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে চায়, আমি মনে করি এক্ষেত্রে তার ভালো সুযোগ রয়েছে।’

এর আগে ঘরের মাঠে সমর্থকদের সামনে সাকিবের অবসর নিয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেই সঙ্গে তার নিরাপত্তার ব্যপারেও আশ্বাস দেন উপদেষ্টা।

সাকিবের নিরাপত্তার প্রশ্নে ফারুক আহমেদ বলেন, ‘দায়িত্বটা সরকারের, আমি তো একটা ছোট মানুষ, বোর্ড প্রেসিডেন্ট। আমার হাতে ক্ষমতা খুব কম। সাকিবের ব্যাপারটা পুরোপুরি সরকারি পর্যায় থেকে আসতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনী আছে, উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা আছেন। তারা সিদ্ধান্ত নেবেন।’

তবে বিসিবি সভাপতি আশ্বস্ত করেন, মিরপুরে সাকিবের নিরাপত্তার বিষয়টি তারা দেখবেন।

তিনি আরও বলেন, ‘আমাদের যতটুকু ক্ষমতা তার মধ্যে ও ইনডোরে যাবে, মাঠে খেলবে, প্র্যাকটিস মাঠে যাবে। স্টেডিয়ামের নিরাপত্তার দায়িত্বটা নেয়া আমাদের জন্য খুব সহজ। এটা আমরা নিতে পারব।’

উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। ২১ অক্টোবর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট ও ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ