Views Bangladesh Logo

স্টার সিনেপ্লেক্স থেকে সরিয়ে নেয়া হলো শাকিব খানের সিনেমা

বারের ঈদে ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে, যার মধ্যে শেষ মুহূর্তে যুক্ত হয় শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’। তবে ছবিটি নিয়ে তেমন কোনো প্রচারণা দেখা যায়নি। এমনকি শাকিব খান ও অন্যান্য অভিনয়শিল্পীরাও প্রচারে খুব বেশি সক্রিয় ছিলেন না। এরপরও সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছবিটি। তবে স্টার সিনেপ্লেক্সে এখন আর সিনেমাটির কোনো প্রদর্শনী নেই।

মুক্তির দ্বিতীয় দিনেই সিনেমাটি স্টার সিনেপ্লেক্স থেকে সরিয়ে ফেলা হয়েছে। ব্যবসায়িকভাবে ভালো সাড়া না পাওয়ায় নির্ধারিত সময়ের এক দিন আগেই এটি প্রদর্শনী তালিকা থেকে বাদ দেয়া হয়। অন্যদিকে শাকিব খানেরই আরেকটি সিনেমা ‘বরবাদ’ বেশি দর্শক টানায় সেটির শো সংখ্যা বাড়ানো হয়েছে।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, “যে সিনেমা দর্শক টানতে ব্যর্থ হয়, সেটির প্রদর্শনী কমিয়ে আমরা জনপ্রিয় সিনেমার শো সংখ্যা বাড়াই। ‘অন্তরাত্মা’ সরিয়ে দেয়ায় অন্য ছবির শো বেড়েছে।”

এবারের ঈদে মুক্তি পাওয়া অন্যান্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বীন-৩’, ‘চক্কর ৩০২’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ