Views Bangladesh

Views Bangladesh Logo

মিরপুরে সাকিবকে খেলতে না দেয়ার ঘটনা ‘দুর্ভাগ্যজনক’: শান্ত

 VB  Desk

ভিবি ডেস্ক

রবিবার, ২০ অক্টোবর ২০২৪

ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজের সময় অবসর নেয়ার ঘোষণা দেন সাকিব আল হাসান। সেই সময় বলেছিলেন, মিরপুরেই ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চান তিনি। সেই হিসেবে আসন্ন টেস্ট সিরিজ স্কোয়াডেও তাকে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে নিরাপত্তা ইস্যুতে সাকিবকে দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলতে না দেয়ার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, সাকিবকে মিরপুরে বিদায় দেয়া উচিত।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের নামার আগে রোববার সংবাদ সম্মেলনে আসেন শান্ত। এ সময় সাকিবকে ঘিরে সাংবাদিকদের নানান প্রশ্নে নিজের হতাশার কথা জানান তিনি।

বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘কীভাবে দেখছি আসলে...যেটা বললাম দুর্ভাগ্যজনক (সাকিবকে মিরপুরে বিদায় দিতে না পারা)। যেটা হওয়া উচিত ছিলো। আমরা সবাই জানি কেন হয়নি। এটা নিয়ে টেস্ট ম্যাচের আগের দিন কথা এগুতে চাই না।’

ম্যাচের আগে হাথুরুসিংহেকে চাকরিচ্যুত করা, সাকিবকে ফিরতে না দেওয়া-সব মিলিয়ে দলের মানসিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে শান্ত বলেন, ‘কঠিন (মানসিক অবস্থা)। সত্যি করে বললে, এটা আমাদের নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে চিন্তা করাটা সময় নষ্ট। যত বেশি সম্ভব খেলাটে ফোকাস করা। কারণ খুব গুরুত্বপূর্ণ দুইটা টেস্ট।’

মিরপুরে সাকিবকে বিদায় দিতে তার সতীর্থরা নানান পরিকল্পনা করেছিলেন বলে জানান শান্ত। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই পরিকল্পনা ছিলো আমাদের। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় (সাকিব)। শুধু বাংলাদেশে বলব না। খুবই দুর্ভাগ্যজনক যে কোনো কারণেই হয়নি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, প্রত্যেকটা খেলোয়াড় মনে করে এটা পেন্ডিং থেকেই গেল।’

এদিকে সাকিব না থাকায় সব সময় যে সমস্যায় পড়ে বাংলাদেশ, এবারও একাদশ সাজাতে সেই সমস্যার কথাও জানান বাংলাদেশ অধিনায়ক। শান্ত বলেন, ‘এখনো সমস্যা হচ্ছে কম্বিনেশন মেলাতে। অস্বীকার করার কিছু নেই। এই জায়গা ঠিক করতে কিছু দিন সময় লাগবে। যে খেলোয়াড়গুলো আছে সবার এই সামর্থ্য আছে, যার যে জায়গা থেকে ভূমিকা পালন করবে।‘



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ