Views Bangladesh Logo

ক্রিকেটে সাকিবের বোলিং নিষেধাজ্ঞা বহাল

রোয়া ও আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেটে সাকিব আল হাসানের বোলিংয়ের নিষেধাজ্ঞা বহাল থাকছে। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো বিজ্ঞপ্তি বলা হয়েছে, এই অলরাউন্ডারের বোলিং অ্যাকশনের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়নি। আগের মতোই আছে।

গত মাসে ভারতের চেন্নাইয়ে শ্রী রামচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্সে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সাকিব। কিন্তু পাস করতে পারেননি। বোলিং অ্যাকশনের স্বাধীন পুনর্মূল্যায়নের ফলাফলের ভিত্তিতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) আওতাধীন তাকে বোলিং থেকে নিষিদ্ধ করা হয়েছে। ফলস্বরূপ, যুক্তরাজ্যের লফবরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে প্রাথমিক স্বাধীন মূল্যায়নের পর আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে তার বিদ্যমান নিষেধাজ্ঞাও বহাল থাকল। নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে হলে সাকিবের বোলিং অ্যাকশনের সফল পুনর্মূল্যায়ন প্রয়োজন।

সাকিব বর্তমানে বোলিং করতে না পারলেও ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটে একজন ব্যাটসম্যান হিসেবে খেলা চালিয়ে যেতে পারবেন। এ ব্যাপারে এই মুহূর্তে বিসিবি আর কোনও মন্তব্য করবে না বলে জানায়। পরপর দুটি পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় আগামী এক বছর আর কোনো ধরণের পরীক্ষায় অংশ নিতে পারবেন না সাকিব। এক বছর পর আবার পরীক্ষা দিতে পারবেন তিনি। বোলিং অ্যাকশন ক্রুটিমুক্ত হলেই আবার বোলিং করতে পারবেন এই অলরাউন্ডার। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলার পর সাকিবের বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ হিসেবে প্রতিবেদন দিয়েছিলেন আম্পায়াররা। এর ফলশ্রুতিতে ইংল্যান্ডে লাফবরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে একটি স্বাধীন পর্যবেক্ষণ শেষে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তার বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে। এই ঘোষণার ফলে আইসিসি সদস্য দেশগুলোর আয়োজিত এবং অনুমোদিত ক্রিকেট প্রতিযোগিতায় বোলিং করতে পারবেন না সাকিব।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল গঠনের জন্য সাকিবের বোলিং অ্যাকশনের পরীক্ষার ফলাফলের অপেক্ষায় ছিল ক্রিকেট বোর্ড। এখন সাকিকে শুধু একজন ব্যাটসম্যান হিসেবে খেলানোর জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হবে কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)- সেটিই দেখার বিষয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ