টেস্ট দলে ফিরলেন সাকিব
বিরতি কাটিয়ে টেস্ট দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। সিলেট টেস্টে বাজে শট খেলে আউট হয়ে সমালোচনার মধ্যে থাকা লিটন কুমার দাসও টিকে গেছেন দলে।
এদিকে বাদ পড়েছেন তাওহিদ হৃদয়। চোটাক্রান্ত মুশফিকুর রহিমের বদলি হিসেবে দলে এসেছিলেন তরুণ এই ব্যাটসম্যান।
ম্যাচ না খেলেই চোট পাওয়া পেসার মুশফিক হাসানও ছিটকে গেছেন দল থেকে। তার বদলে দলে ফিরেছেন হাসান মাহমুদ।
সিলেট টেস্টে ৩২৮ রানে হেরে সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজের শেষ টেস্ট চট্টগ্রামে শুরু আগামী শনিবার।
সাকিব সবশেষ টেস্ট খেলেছেন গত এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর চোট ও বিশ্রাম মিলিয়ে এই সংস্করণে আর দেখা যায়নি তাকে। এই শ্রীলঙ্কা সিরিজের পুরোটা থেকেই তিনি বিরতি নিয়েছেন বলে বিসিবি জানিয়েছিল আগে। তবে বিপিএল শেষে বিশ্রাম নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ দুটি ম্যাচ খেলেছেন তিনি শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে। সেই পথ ধরেই ৩৭ বছর বয়সী অলরাউন্ডার ফিরলেন টেস্ট দলে।
শ্রীলঙ্কার বিপক্ষে ৯ টেস্ট ১ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে ৩৮.১৮ গড়ে ৬১১ রান করেছেন সাকিব, উইকেট নিয়েছেন ৩৮টি। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিন দফায়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে