Views Bangladesh Logo

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে সাকিবের অবসরের ঘোষণা

 VB  Desk

ভিবি ডেস্ক

টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে কানপুরে টেস্টে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সাকিব।

তবে ভারতের বিপক্ষে কানপুর টেস্ট নয়, আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট খেলে সাদা পোশাক তুলে রাখবেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। ক্যারিয়ারের সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ফেলেছেন কুড়ি-কুড়ি সবশেষ বিশ্বকাপেই।

সংবাদ সম্মেলনে সাকিব বলেন, আমার মনে হয় টি-টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি। মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ