Views Bangladesh Logo

অনিশ্চয়তার মধ্যেই লিজেন্ডস অব রূপগঞ্জের চুক্তিতে সাকিব

Sports Desk

ক্রীড়া ডেস্ক

নিশ্চয়তার মধ্যেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিডিসিএল) আসন্ন আসরের জন্য লিজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে চুক্তি করেছেন সাকিব আল হাসান।

গত বছর ভারত সিরিজের পর সাকিবের দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলার কথা ছিল, তবে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে তিনি ফিরতে পারেননি।

এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং কিংসের হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটিও সম্ভব হয়নি। এর পাশাপাশি তার বোলিং অ্যাকশন পরীক্ষার কারণে বোলিংয়ে নিষেধাজ্ঞার মুখেও পড়তে হয়েছে।

সব বাধা সত্ত্বেও লিজেন্ডস অব রূপগঞ্জ তাকে দলে অন্তর্ভুক্ত করেছে। রূপগঞ্জ ম্যানেজমেন্ট তার চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। এখন দেখার বিষয়, তিনি এবারের ঢাকা লিগে মাঠে নামতে পারেন কি না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ