Views Bangladesh Logo

দেশের মাটিতেই বিদায় নিতে চান সাকিব আল হাসান

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান এখনো দেশের হয়ে খেলার স্বপ্ন আঁকড়ে ধরে আছেন। প্রায় দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে শেষ বাঁক ঘুরে এলেও, দেশের মাটিতে বিদায় নিতে চান এই অভিজ্ঞ অলরাউন্ডার।

গত বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে আর দেশে ফিরতে পারেননি সাকিব। সেপ্টেম্বরে ভারতের কানপুরে সর্বশেষ টেস্ট খেলেন জাতীয় দলের হয়ে। এরপর নিজেই ঘোষণা দেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়ার। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে সাদা পোশাকের ক্রিকেট থেকেও অবসরের কথা জানান। ওয়ানডেতে চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত খেলার ইচ্ছা ছিল তার। তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে একটিও পূরণ হয়নি।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘যখন বুঝলাম এত চাপ নিয়ে খেলতে পারব না, তখনই মনে হয়েছে শেষ। ব্যাপারটা এমন নয় যে আমি দেশের হয়ে খেলতে চাই না—আমি এখনো খেলতে চাই। এ নিয়ে বিসিবি সভাপতি থেকে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছি।’

বর্তমানে কোনো রাজনৈতিক পদে নেই জানিয়ে সাকিব আরও বলেন, ‘আমি সংসদ সদস্য ছিলাম, এখন তো আর না। কোনো রাজনৈতিক দায়িত্বও নেই। যে কাজটি ১৮-২০ বছর ধরে করছি, সেটা থেমে যাওয়াটা কি ঠিক? আমি দেশের হয়ে খেলে ভালোভাবে বিদায় নিতে চাই। যদি সুযোগ পাই, এক সিরিজ হোক কিংবা এক বছর, আমি পরিকল্পনা করে মাঠে ফিরতে চাই।’

দেশে ফেরার বিষয়ে কারও প্রতি কোনো অভিযোগ নেই সাকিবের। বরং দায়িত্বশীলদের সীমাবদ্ধতা তিনি বুঝতে পারছেন। বলছেন, ‘সবাই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করছেন। আমি বিশ্বাস করি, দেশের হয়ে খেলার সুযোগটা আমার প্রাপ্য। বেশির ভাগ মানুষ চায় আমি জাতীয় দলে ফিরি এবং এখান থেকেই বিদায় নিই।’

শেষ প্রশ্নে আবেগী হয়ে সাকিব বলেন, ‘গত ১৮ বছর দেশের হয়ে খেলেছি, নাকি শেষ ৬ মাস দেখবেন—এটা আপনাদের ইচ্ছা।’

সাকিবের বিশ্বাস, এখনো দেশের হয়ে ১-২ বছর খেলার সামর্থ্য তার আছে। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ