Views Bangladesh

Views Bangladesh Logo

পাকিস্তানের ৪২ হলে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘তুফান’

 VB  Desk

ভিবি ডেস্ক

শুক্রবার, ১ নভেম্বর ২০২৪

শাকিব খানের ‘তুফান’ আজ থেকে পাকিস্তানের ৪২টি মাল্টিপ্লেক্সের ১২৮টির বেশি পর্দায় মুক্তি পাচ্ছে। এর আগে ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ইউরোপের সিনেমা হলগুলোতে মুক্তি পায় ছবিটি।

জানা গেছে, পাকিস্তানের সিন্ধু প্রদেশের করাচি ও হায়দরাবাদের ৬টি মাল্টিপ্লেক্স ছাড়াও পাঞ্জাব প্রদেশের লাহোর, ইসলামাবাদ, মুলতান, ফয়সালাবাদ, গুজরানওয়ালা, গুজরাটসহ মোট ১৩টি শহরের ৩৬টি মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘তুফান’। পাকিস্তানি দর্শকদের জন্য সিনেমাটি উর্দুতে ডাব করা হয়েছে।

‘তুফান’র উর্দু ট্রেলার মুক্তির পর থেকেই পাকিস্তানে ছবিটি নিয়ে শুরু হয় উন্মাদনা। ট্রেলার মুক্তির পর প্রতিক্রিয়া ভিডিও বানান দেশটির অনেক ইউটিউবার। যদিও এর আগে থেকেই তুফান নিয়ে আগ্রহ লক্ষ করা যায় পাকিস্তানির দর্শকদের মধ্যে।

পাকিস্তানের এতগুলো হলে ‘তুফান’ মুক্তি পাওয়ায় বেশ উচ্ছ্বসিত অভিনেতা শাকিব খানও। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশি সিনেমার গ্র্যান্ড বিশ্ব যাত্রা কিন্তু “প্রিয়তমা” দিয়ে শুরু হয়েছে। “প্রিয়তমা”র গান এবং সিনেমা ছড়িয়েছে গ্লোবালি। সংবাদমাধ্যমে ওই সময়েই জানতে পেরেছি, সারা বিশ্বসহ পাকিস্তানেও আমার সিনেমা বা আমাকে নিয়ে তীব্র আগ্রহের কথা। “রাজকুমার”র ক্ষেত্রেও তাই ঘটেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ