Views Bangladesh

Views Bangladesh Logo

ব্যর্থ শামীমের তাণ্ডব, জয়ে শুরু খুলনার

Sports Reporter

ক্রীড়া প্রতিবেদক

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

ক্রমণে ৬ বোলার ব্যবহার করেন মেহেদী হাসান মিরাজ। চিটাগং কিংসের বিপক্ষে সবাই সফল। তবে বাগড়া দিলেন শামীম হোসেন পাটোয়ারী। তবে দলকে জেতাতে পারেননি। দুইশ ছাড়ানো লক্ষ্যে মোহাম্মদ মিথুনদের দল থামে ১৬৬ রানে। মাহিদুল ইসলাম অঙ্কন ও উইলিয়াম বসিস্টোর তাণ্ডবের পর সম্মিলিত বোলিং প্রচেষ্টায় খুলনা টাইগার্স জয় পায় ৩৭ রানের। ফলে এবারের বিপিএলের শুরুটা দুর্দান্ত হলো তাদের। খুলনার জয়ের নায়ক ব্যাটিংয়ে তান্ডব চালানো মাহিদুল ইসলাম অংকন। তার ২২ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংসে দলীয় স্কোর দুইশ ছাড়ায় খুলনা।

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের দ্বিতীয় দিনেই দুইশ ছাড়ানো স্কোর দেখা গেল৷ আজ টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন খুলনার ব্যাটাররা। ৪ উইকেট হারিয়ে খুলনা ২০৩ রান তোলে৷ জবাবে শামীমের ক্যামিওর পরও বড় ব্যবধানে হারে চিটাগং।

এদিন খুলনাকে দুর্দান্ত শুরু এনে দেন নাঈম ইসলাম। তবে ইনিংস বড় করতে পারেননি এনসিএল টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান করা এই ব্যাটার। তিনে নেমে ওপেনার বসিস্টোকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক মিরাজ। দুজনের ব্যাটে ভর করে ১০ ওভারে ৭৯ রান তোলে খুলনা। ১৮ বলে ১৮ রান করে সাজঘরে মিরাজ ফেরার পর দ্রুত উইকেট হারায় খুলনা।

ইব্রাহিম জাদরান (৬) ও আফিফ হোসেন ৮ রানে ফিরিয়ে চাপ কাটায় চিটাগং। কিন্তু বেশি সময় সেই চাপ ধরে রাখতে পারেনি। অপর প্রান্ত আগলে রেখে ৩৬ বলে ফিফটি তুলে নেন ওপেনার বসিস্টো। ষষ্ঠ উইকেটে ব্যাট চালাতে থাকেন মাহিদুল ইসলাম অঙ্কন। ২২ বলে ৫০ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। মারকুটে ব্যাটিংয়ে ১৮ বলে ফিফটি তুলে নেন অঙ্কন। শেষ পর্যন্ত অঙ্কনের ২২ বলে ৫৯ রান এবং বসিস্টোর ৫০ বলের অপরাজিত ৭৫ রানে বড় পুঁজি পায় খুলনা।

জবাবে ভালো শুরু পেলেও দ্রুতই খেই হারায় চিটাগং। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটির একসময় একশ রানের নিচেই অলআউট হওয়ার শঙ্কা জাগে। তবে সেই শঙ্কা সম্ভাবনায় রূপান্তরিত করতে পারেনি খুলনা। শামীম হোসেনের তাণ্ডবে জিততে দেরিই হয় মিরাজদের। ৭৫ রানে ৮ উইকেট হারানো দলকে একাই ১৫২ রান পর্যন্ত টানেন শামীম। ফেরার আগে ৭৮ রানের ইনিংস খেলেন তিনি। সাত চারের পাশাপাশি পাঁচটি ছক্কার মারও থাকে তাতে। শামীম থামায় বেশিদূর যেতে পারেনি চিটাগং।

দলের দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন উসমান খান৷ খুলনার হয়ে চারটি উইকেট নেন আবু হায়দার রনি। মোহাম্মদ নওয়াজ নেন দুটি উইকেট। এক বলে ১৬ রান দেয়া ওশানে থমাসও পান একটি উইকেট। শামীম তাণ্ডব ছাপিয়ে তাতেই আসে খুলনার দারুন জয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ