Views Bangladesh Logo

সপ্তম শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেয়া হচ্ছে শরিফার গল্প

 VB  Desk

ভিবি ডেস্ক

প্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যবই থেকে ‘শরিফার গল্প’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

জানা গেছে, তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়।

এনসিটিবি কর্মকর্তাদের মতে, গল্পটি একই বিষয়ে অন্য একটি দিয়ে প্রতিস্থাপন করা হবে। তবে একটি ভিন্ন বর্ণনা দিয়ে।

শরিফার গল্পটিতে একজন তৃতীয় লিঙ্গ বা ‘হিজড়া’র সমাজজীবনে সম্মুখীন হওয়া নানান অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তবে গত ১৯ জানুয়ারি রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক: বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে এই গল্পটি নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। সে সেমিনারে নতুন শিক্ষাক্রমের আলোকে তৈরি সপ্তম শ্রেণীর পাঠ্যবইয়ের শরীফার গল্প যে কয়েকটি পৃষ্ঠায় রয়েছে, সে পৃষ্ঠাগুলো ছিঁড়ে আলোচনায় আসেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব উৎস। সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। এরপর গল্পটি নিয়ে শুরু হয় বিতর্ক। পরে ২৪ জানুয়ারি ‘শরীফার গল্প’ পর্যালোচনা করার জন্য উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ