বিটিভির অনুষ্ঠান থেকে বাদ পড়লেন সংগীত পরিচালক শেখ সাদী
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে বাদ পড়েছেন দেশের প্রখ্যাত সংগীত পরিচালক ও সুরকার শেখ সাদী খান। দীর্ঘ নয় বছর ধরে প্রচারিত ‘স্মৃতিময় গানগুলো’ অনুষ্ঠানের সংগীত পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। তবে সম্প্রতি অনিয়মের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে এই অনুষ্ঠান থেকে সরিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শেখ সাদী খানের অনুপস্থিতিতে বর্তমানে অনুষ্ঠানটির সংগীত পরিচালকের দায়িত্ব পালন করছেন কণ্ঠশিল্পী আব্দুল হাদী, যিনি শুরুতে এই অনুষ্ঠানে সংগীত বিশ্লেষক হিসেবে যুক্ত ছিলেন। অনুষ্ঠানের গবেষক হিসেবে রয়েছেন গীতিকবি মুনসী আব্দুল ওয়াদুদ।
জানা গেছে, এই অনুষ্ঠানের মূল পরিকল্পনাকারী ছিলেন শেখ সাদী খানই এবং তার উদ্যোগেই মুনসী আব্দুল ওয়াদুদ বিটিভিতে কাজ করার সুযোগ পান।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিটিভির বিভিন্ন অনিয়ম ও শিল্পীদের অধিকার নিয়ে কথা বলার কারণেই শেখ সাদী খানকে অনুষ্ঠান থেকে বাদ দেয়া হয়েছে। অভিযোগ রয়েছে, মুনসী ওয়াদুদের ইন্ধনেই বিটিভি কর্তৃপক্ষ তাকে সরিয়ে দিয়েছে।
অভিযোগের ব্যাপারে মুনসী আব্দুল ওয়াদুদের দাবি, বিটিভি কর্তৃপক্ষ সাদী ভাইকে কয়েকটি পর্ব থেকে স্থগিত করার পরামর্শ দিলে আমরা তার সঙ্গে আলাপ করেই অনুষ্ঠান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি সিদ্ধান্ত না দিলে হাদী ভাই বা আমি অনুষ্ঠানটি করতাম না।
এ বিষয়ে বিটিভির এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, শেখ সাদী অনিয়মের বিরুদ্ধে কথা বলাই তার অপরাধ। পতিত সরকারের অপকর্ম সে সামনে আনার চেষ্টা করছে। কিন্তু মুনসী ওয়াদুদসহ কয়েকজন সংগীত বিভাগের অপকর্ম নিয়ে কতৃপক্ষের সঙ্গে আঁতাত করে ফেলেছে। ফলে কর্তৃপক্ষের সুনজরে ওয়াদুদ থাকলেও সাদী বাদ পড়েছেন।
এ ব্যাপারে শেখ সাদী খান অভিযোগ করে বলেন, সম্প্রতি আমাকে কিছু না জানিয়েই গত ৯ বছরে দর্শকদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠা ‘স্মৃতিময় গানগুলো’ নামের প্রোগ্রাম থেকে মূল পরিকল্পনাকারী ও সংগীত পরিচালক হিসেবে আচমকা আমাকে বাদ দেয়া হয়, যা আমার জন্য খুবই অপমানজনক।
তিনি আরও বলেন, শিল্পীদের অধিকার ও দাবী দাওয়া, বিটিভির নানা অনিয়ম নিয়ে কথা বলছিলাম দীর্ঘদিন। ফলশ্রুতিতে বিটিভির অনেক কর্মকর্তাকে সরে যেতে হয়েছে। তবে আসল যারা কলকাঠি নাড়ছিলেন তারা রয়েছে গেছেন। ওই মানুষরাই আমাকে সরানোর কাজটি করেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে