Views Bangladesh

Views Bangladesh Logo

ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি পুরস্কার

বিশ্বমঞ্চে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল বাংলাদেশের ‘শিক্ষক বাতায়ন’

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪

ন্তর্জাতিক অঙ্গনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস)-২০২৪ পুরস্কার পেয়েছে বাংলাদেশের ‘শিক্ষক বাতায়ন’।

বৃহস্পতিবার (৩০ মে) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) সদর দপ্তরে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। এ সময় আইটিইউ-এর ডিরেক্টর (টেলিকমিউনিকেশন ডেভেলপমেন্ট ব্যুরো) ড. কসমাস লাকিসন যাভাযাভার হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক।

প্রেস রিলিজে বলা হয়, এ বছর ‘ক্যাপাসিটি বিল্ডিং’ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘শিক্ষক বাতায়ন’ নামের অনলাইন প্ল্যাটফর্মটি।

এতে আরও বলা হয়, বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং এটুআই-এর যৌথ উদ্যোগে ২০১৩ সালে চালু করা হয় ‘শিক্ষক বাতায়ন’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটি শিক্ষায় তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শহরের মানসম্মত শিক্ষা উপকরণ পৌঁছে দিচ্ছে গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এ ছাড়াও এই প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষকরা করোনাকালীন ব্লেন্ডেড পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা চলমান রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এর মাধ্যমে শিক্ষকরা দেশের যে কোনো প্রান্ত থেকে শ্রেণিকক্ষে ব্যবহার উপযোগী কনটেন্ট তৈরি করে আপলোড ও ডাউনলোড করতে পারছেন। বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা ও আইসিটিতে দক্ষ শিক্ষক তৈরি করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এই অনলাইন প্ল্যাটফর্মে সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার বিভিন্ন বিষয়ের অডিও, ভিডিও, অ্যানিমেশন, চিত্র, ডকুমেন্ট, প্রকাশনা ইত্যাদি কন্টেন্ট সংরক্ষিত রয়েছে। এসব কনটেন্ট ব্যবহার করে মাল্টিমিডিয়া ক্লাসরুমে শিক্ষা প্রদান করছে শিক্ষকরা।

শিক্ষক বাতায়নের নিবন্ধিত সদস্য ৬ দশমিক ৩৫ লাখেরও অধিক। কনটেন্টের সংখ্যা ৮ লাখ ১০ হাজারেরও অধিক, যা শিক্ষকরা পাঠদানে ব্যবহার করছেন।

এ ছাড়াও প্রেস রিলিজে বলা হয়েছে, এ বছর ‘সিকিউর ভিডিও কনফারেন্সিং সিস্টেম (বৈঠক) তৈরির জন্য বিল্ডিং কনফিডেন্স অ্যান্ড সিকিউরিটি ইন ইউজ অব আইসিটিজ ক্যাটাগরিতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং ‘দ্য পিরিয়ড ট্র্যাকার অ্যাপ ফর গার্লস বাই গার্লস’ তৈরির জন্য ই-হেলথ ক্যাটাগরিতে ইউনিসেফ বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ