হুমকির মুখে বন্ধ হলো মঞ্চনাটকের প্রদর্শনী
বিক্ষোভকারীদের হুমকির মুখে প্রদর্শনীর মাঝপথেই নাটক বন্ধ করতে বাধ্য হয়েছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ।
শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালায় দেশনাটক দলের নিত্যপুরাণ নাটকের প্রদর্শনী চলাকালে এমন ঘটনা ঘটে।
নাটকটি বন্ধের দাবি তুলে বেশ কিছু উত্তেজিত জনতা জাতীয় নাট্যশালার গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালান। এ সময় মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ তাদেরকে শান্ত হওয়ার কথা বললে শিল্পকলার গেটে নাটক বন্ধের ব্যানার ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা।
একপর্যায়ে তারা দেশ নাটকের দলনেতা এহসানুল এজাজ বাবুকে তাদের হাতে তুলে দেয়ার দাবি জানান। বিক্ষোভকারীদের দাবি, এহসানুল এজাজ ফেসবুকে অন্তর্বর্তী সরকার নিয়ে ফেসবুকে ‘কটাক্ষ’ করেছেন।
নাটকটির রচয়িতা ও নির্দেশক মাসুম রেজা গণমাধ্যমকে জানান, আজ দেশনাটক দলের নিত্যপুরাণ নাটকের প্রদর্শনী ছিল। নাটকের টিকিট বিক্রির সময় ২০-২২ জন বিক্ষোভকারী এসে ব্যানার টাঙিয়ে দেন। যেখানে লেখা ছিল ‘দেশ নাটকের দলনেতা এহসানুল এজাজ বাবুকে আমাদের হাতে তুলে দিন’। পরে মহাপরিচালক এসে পরিস্থিতি শান্ত করেন। কিন্তু শো শুরু হলে আবারও বিক্ষোভকারীরা হট্টগোল শুরু করলে তাদের দাবির মুখে নাটক বন্ধ করে দেন মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ।
সৈয়দ জামিল আহমেদ গণমাধ্যমকে বলেন, 'বেশ কিছু উত্তেজিত জনতা জাতীয় নাট্যশালায় গেট ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা চালান। অনেক কথা হয়েছে, উত্তেজিত জনতার সঙ্গে। কিন্তু তারা এ নাটক বন্ধের দাবি জানান'।
তিনি বলেন, 'আমি অনেক চেষ্টা করেছি, তাদের বোঝানোর জন্য। যদি তারা আগুন ধরিয়ে দেন, সেজন্যই নাটকটি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে'।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে