শিশু হাসপাতালে নেই পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা: ফায়ার সার্ভিস
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে সেখানে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে বিলম্ব হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।
শুক্রবার দুপুর ১টা ৩৫ মিনিটে হাসপাতালটির কার্ডিয়াক ইনটেনসিভ কেয়ার ইউনিটে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
এ ব্যাপারে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ফখরুদ্দিন জানান, শিশু হাসপাতালে অগ্নিনির্বাপণ যন্ত্র থাকলেও সেখানে কোনো ফায়ার হাইড্রেন্ট বা পর্যাপ্ত পানির মজুদ নেই।
এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিশু হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে